নয়াদিল্লি, 8 জানুয়ারি:এবার থেকে বিমানের টিকিটে যাত্রীদের দিতে হবে নাজ্বালানি মূল্য বাবাদ অতিরিক্ত টাকা ৷ ফলে 1হাজার টাকা পর্যন্ত কমতে পারে টিকিটের দাম ৷ বৃহস্পতিবার এমনটাই জানানো হয়েছে বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর পক্ষ থেকে ৷ 4 জানুয়ারী থেকে জ্বালানি চার্জ প্রত্যাহার করা হয়েছে।
জেট ফুয়েলের দাম বৃদ্ধি পাওয়ার পরই বিমান সংস্থাটি যাত্রীদের উপর এই অতিরিক্ত 'ফুয়েল চার্জ' ধার্য করেছিল ৷ 2023 সালের 6 অক্টোবর থেকে প্রতিটি দেশীয় এবং আন্তর্জাতিক বিমানের টিকিটের উপর জ্বালানি মূল্য ধার্য করতে শুরু করে ৷ এই চার্জ দূরত্বের উপর নির্ভর করে ৷ ফলে টিকিট কাটার সময়ে 'ফুয়েল চার্জ' দিতে হত যাত্রীদের ৷ তথ্য বলছে, এই জ্বালানি মূল্য ধার্য করার ফলে টিকিটের দামে 300 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত পরিবর্তিত হয় ।
এদিন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ)-এর দাম কমেছে ৷ সেই কারণেই জ্বালানি মূল্য বা ফুয়েল চার্জের বোঝা যাত্রীদের উপর থেকে তুলে দিল ইন্ডিগো ৷ সাধারণত এভিয়েশন টারবাইন ফুয়েলের দাম পরিবর্তন হয় ৷ বিমানের জ্বালানি মূল্য কমায় টিকিটের দামও কমেছে ৷ এমনটাই জানানো হয়েছে ইন্ডিগোর পক্ষ থেকে ৷ প্রসঙ্গত, গত বছর ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছিল এই বিমান সংস্থাটি যাত্রীদের থেকে 'ফুয়েল চার্জ' নেবে ৷