রাঁচি, 8 মে : ইন্ডিগোর বিমানে বিশেষভাবে সক্ষম এক কিশোর এবং তার বাবা-মাকে বিমানে উঠতে দিতে অস্বীকার করায় বিতর্কের সৃষ্টি হল (Indigo Controversy) ৷ শনিবার ঘটনাটি ঘটে রাঁচি বিমান বন্দরে ৷ রবিবার মনীষা গুপ্তা নামে বিমানের এক সহযাত্রী পুরো বিষয়টি নিয়ে সোশ্য়াল মিডিয়ায় লেখেন এবং সঙ্গে এর ভিডিয়োও শেয়ার করেন ৷ তিনি লেখেন, বিমান বন্দরে বিশেষভাবে সক্ষম এক কিশোর ও তার বাবা-মাকে কীভাবে হেনস্থা করা হয় ৷
জানা গিয়েছে, শনিবার ওই বিমান বন্দরে কিশোরটি উপস্থিত ছিল তার বাব-মার সঙ্গে ৷ কিশোরটি অসঙ্গত ও ভয় পাচ্ছিল ৷ সেই কারণে তার পরিবারের লোকজন তাকে সামলাচ্ছিল ৷ এই অবস্থা দেখে তাকে বিমানে উঠতে বাধা দেওয়া হয় ৷ কারণ হিসাবে বলা হয় যে কিশোরটি অন্যান্য যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে । এমনকী তিনি তাঁর পোস্টে এটাও লেখেন যে, বিমানে চিকিৎসকের একটি প্রতিনিধি দল ছিল ৷ তাঁরা আশ্বস্ত করলেও বিষয়টিতে কান দেয়নি ইন্ডিগো কর্তৃপক্ষ ৷ ইন্ডিগোর ম্যানেজারও বাধা দেন সেই পরিবারকে বিমানে তুলতে ৷ কিন্তু আদতে কিশোরটি হুইল চেয়ারে বসে শান্তই ছিল ৷ শেষ পর্যন্ত তাঁদের উঠতে দেওয়া হয়নি ৷