নয়াদিল্লি, 23 জুন : করোনার টিকাকরণে উৎসাহ বাড়াতে বিশেষ ছাড় নিয়ে এল বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো ৷ যাঁরা কোভিড-19 এর টিকা নিয়েছেন বুধবার থেকে তাঁদের বিশেষ ছাড় দেওয়া হবে ৷ সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে , " যে সমস্ত গ্রাহক করোনার টিকার একটি অথবা দুটি ডোজ় নিয়েছেন তাঁরা বিমানের টিকিট বুকিংয়ের সময় বেস ফেয়ারে 10 শতাংশ পর্যন্ত ছাড় পাবেন । "
ইন্ডিগোর চিফ স্ট্র্যাটেজি ও রেভেনিউ অফিসার সঞ্জয় কুমার বলেছেন ,"দেশের সর্ববৃহৎ বিমান পরিষেবা সংস্থা হওয়ার সুবাদে জাতীয় টিকাকরণ কর্মসূচি সফল করতে সাধারণ মানুষকে উৎসাহিত করার দায়িত্ব নেওয়া আমাদের কর্তব্য ৷ এই অফার যে শুধুমাত্র টিকাকরণে উৎসাহ দেবে তা নয়, ইন্ডিগোর সঙ্গে যাত্রীরা যে সাশ্রয়ী মূল্যে নিরাপদে যাত্রা করতে পারবে এটাও নিশ্চিত করবে ৷"
তিনি আরও বলেন ," পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি যাত্রীদের সময় মতো , ঝক্কিহীন ভ্রমণ উপহার দিচ্ছি ৷" ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে 18 ও তার উর্ধ্বে যাঁরা টিকা নিয়েছেন এবং যারা টিকিট বুকিংয়ের সময় ভারতে থাকবেন তাঁরা এই অফার পাবেন ৷
ইন্ডিগো এয়ারলাইনের তরফে আরও বলা হয়েছে , "যে সমস্ত যাত্রী এই অফার গ্রহণ করবেন তাঁদের বুকিংয়ের সময় টিকাকরণের সার্টিফিকেট দেখাতে হবে ৷ অথবা যাত্রার সময় বিমান বন্দরের চেক ইন কাউন্টার / বোর্ডিং গেটে আরোগ্য সেতু মোবাইল অ্যাপ্লিকেশনে তাঁদের টিকাকরণের স্ট্যাটাস দেখাতে হবে ৷ "