পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Scindia on Indigo incident: বিশেষ ভাবে সক্ষম শিশুকে ইন্ডিগোর বিমানে উঠতে বাধা, কড়া পদক্ষেপ সিন্ধিয়ার - জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

বিশেষ ভাবে সক্ষম শিশুকে ইন্ডিগোর বিমানে উঠতে বাধা দেওয়ার (specially abled child barred from boarding Indigo flight) ঘটনায় কড়া পদক্ষেপ করল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (Scindia on Indigo incident)৷

indigo-incident-dgcas-fact-finding-team-to-collect-evidence-within-a-week-says-Jyotiraditya Scindia
বিশেষ ভাবে সক্ষম শিশুকে ইন্ডিগোর বিমানে উঠতে বাধা, কড়া পদক্ষেপ সিন্ধিয়ার

By

Published : May 10, 2022, 1:40 PM IST

নয়াদিল্লি, 10 মে:বিশেষ ভাবে সক্ষম শিশুকে বিমানে উঠতে বাধা দেওয়ার ঘটনা নিয়ে খবরের শিরোনামে ইন্ডিগো ৷ বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা শুরু হওয়ায় একে হাল্কা ভাবে নিচ্ছে না কেন্দ্রীয় সরকারও ৷ ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Scindia on Indigo incident)৷ এই দল এক সপ্তাহের মধ্যে রাঁচি ও হায়দরাবাদে গিয়ে যথাযথ তথ্য সংগ্রহ করবে বলেও জানিয়েছেন তিনি (Scindia on DGCA factfinding team)৷

টুইট করে সিন্ধিয়া জানিয়েছেন, "সংবেদনশীল এই ঘটনার কথা মাথায় রেখে আমরা তদন্তের জন্য ডিজিসিএ-এর নিয়ন্ত্রণাধীন তিন সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করার সিদ্ধান্ত নিয়েছি ৷ ইন্ডিগোর বিমানে বিশেষ ভাবে সক্ষম শিশুকে উঠতে বাধা দেওয়ার ঘটনার যাবতীয় প্রমাণ আজ থেকে এক সপ্তাহের মধ্যে সংগ্রহ করতে বলা হয়েছে ৷ এ জন্য ওই দল রাঁচি ও হায়দরাবাদে যাবে ৷"

আরও পড়ুন:Indigo Controversy : ইন্ডিগোর বিমানে বিশেষভাবে সক্ষম কিশোরকে উঠতে বাধা, বিতর্ক

এই ঘটনায় ইন্ডিগো কর্তৃপক্ষের (specially abled child barred from boarding Indigo flight) প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ এমন বৈষম্যমূলক আচরণকে কোনও ভাবে যাতে বরদাস্ত না করা হয় সেই পরামর্শ দিয়েছেন তিনি ৷ পাশাপাশি এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত করার জন্যও ইন্ডিগো কর্তৃপক্ষকে বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী ৷

সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো ৷ সেখানে দেখা যাচ্ছে, বিশেষ ভাবে সক্ষম এক শিশুকে ইন্ডিগোর বিমানে উঠতে বাধা দিচ্ছেন কর্মীরা ৷ এ নিয়ে ওই শিশুর পরিবারের সঙ্গে বিমানকর্মীদের বাদানুবাদ হতেও দেখা যায় ৷ এই ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে যাবতীয় ব্যবস্থা নিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details