নয়াদিল্লি, 10 মে:বিশেষ ভাবে সক্ষম শিশুকে বিমানে উঠতে বাধা দেওয়ার ঘটনা নিয়ে খবরের শিরোনামে ইন্ডিগো ৷ বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা শুরু হওয়ায় একে হাল্কা ভাবে নিচ্ছে না কেন্দ্রীয় সরকারও ৷ ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Scindia on Indigo incident)৷ এই দল এক সপ্তাহের মধ্যে রাঁচি ও হায়দরাবাদে গিয়ে যথাযথ তথ্য সংগ্রহ করবে বলেও জানিয়েছেন তিনি (Scindia on DGCA factfinding team)৷
টুইট করে সিন্ধিয়া জানিয়েছেন, "সংবেদনশীল এই ঘটনার কথা মাথায় রেখে আমরা তদন্তের জন্য ডিজিসিএ-এর নিয়ন্ত্রণাধীন তিন সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করার সিদ্ধান্ত নিয়েছি ৷ ইন্ডিগোর বিমানে বিশেষ ভাবে সক্ষম শিশুকে উঠতে বাধা দেওয়ার ঘটনার যাবতীয় প্রমাণ আজ থেকে এক সপ্তাহের মধ্যে সংগ্রহ করতে বলা হয়েছে ৷ এ জন্য ওই দল রাঁচি ও হায়দরাবাদে যাবে ৷"