কলকাতা, 21 মার্চ : মাস্ক ব্য়বহার না করায় এবার এক যাত্রীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ইন্ডিগো কর্তৃপক্ষ ৷ কলকাতা বিমানবন্দরে নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত ওই ব্য়ক্তিকে ৷
কী ঘটেছিল
ইন্ডিগোর 6ই 938 বিমানে করে বেঙ্গালুরু থেকে কলকাতায় ফিরছিলেন এক ব্য়ক্তি ৷ বিমানে উঠে ওই ব্য়ক্তি নিজের মাস্ক খুলে ফেলেন ৷ সেটি দেখে বিমানের ভিতরে থাকা কর্মীরা তাঁকে বারবার অনুরোধ করেন মাস্ক পরার জন্য় ৷ কিন্তু তা অগ্রাহ্য় করেন অভিযুক্ত ব্য়ক্তি ৷
আরও পড়ুন- বিমানে নাক অথবা থুতনির নিচে মাস্ক ? পড়তে পারেন বিপদে
এরপর বিমানটি কলকাতা পৌঁছলে খরব দেওয়া হয় বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীকে ৷ তাঁদের হাতে অভিযুক্ত ব্য়ক্তিকে তুলে দেওয়া হয় ৷
গত 13 মার্চ বিমানযাত্রীদের জন্য় নয়া নির্দেশিকা জারি করে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বা ডিসিজিএ ৷ সেখানে বলা হয় কোনও বিমানযাত্রী যদি মাস্ক না পরেন অথবা নাক বা থুতনির নিচে মাস্ক থাকে সেক্ষেত্রে ওই যাত্রীর বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়া হবে ৷ প্রয়োজনে বিমান থেকে নামিয়ে দেওয়া হতে পারে ৷ তারপরেই গতকাল বেঙ্গালুরু কলকাতা বিমানের ওই যাত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয় ৷ শুধু গতকাল নয়, গত সপ্তাহের শুরুতে মাস্ক না পরায় গোয়া-মুম্বই বিমানের দুই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় ৷ এবং তাঁদের নিরাপত্তাবাহিনীর হাতে তুলে দেওয়া হয় ৷
এদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্য়া ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্য়া 43 হাজার ছাড়িয়েছে ৷ এই পরিস্থিতিতে সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে কোভিড প্রটোকল মেনে চলার জন্য় ৷