নয়াদিল্লি, 30 অগস্ট: বিমান তখন মাঝআকাশে কয়েক হাজার ফুট উঁচুতে ৷ হঠাৎ সতর্কতামূলক সিগন্যাল বেজে উঠল ৷ তবে এক মুহূর্তের জন্য, তারপরেই ভ্যানিশ ৷ স্বাভাবিক যে, এতে হতচকিত হয়ে পড়েন বিমানের ক্যাপ্টেন ৷ ঘটনাটি ঘটেছে গুয়াহাটি থেকে মুম্বইগামী বিমানে (Mumbai bound IndiGo flight reports mid-air engine stalls warning as big jet creates 'wake-turbulence') ৷
ইন্ডিগোর এয়ারবাস এ-320 তখন 36 হাজার ফুট উচ্চতায় ৷ এক আধিকারিকের কথায়, "ইন্ডিগো বিমানে 6ই-6812-এ (6E-618-A) ইঞ্জিন 1 স্টল ওয়ার্নিং সিগন্যাল বেজে ওঠে, এক মূহূর্তের জন্য ৷ সেই সময় বড় জেট বোয়িং 777 এয়ারক্রাফ্ট ইন্ডিগোর পাশ দিয়ে উল্টো দিকে যাচ্ছিল ৷ এতে মাঝ আকাশে ইন্ডিগোর এ-320 এয়ারক্রাফ্টে 'ওয়েক টার্বুলেন্স' (Wake Turbulence) হয় ৷" আয়তনে অনেকটাই বড়ো এমিরেটস বোয়িংয়কে (B-777) দেখে ইন্ডিগোর বিমানচালক সতর্ক হয়ে যান ৷ তিনি বুঝতে পারেন এর জন্যই ওই 'ওয়েক টার্বুলেন্স' বেজে উঠেছিল ৷ তখন কোনও সমস্যা ছাড়াই বিমানচালক বিমানটিকে গন্তব্যে নিয়ে যান ৷
মুম্বইগামী ইন্ডিগোর বিমানটি গুয়াহাটি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে সকাল সাড়ে ছ'টা নাগাদ ৷ সূত্র অনুযায়ী, ইন্ডিগো বিমানটি যেদিকে যাচ্ছিল, এমিরেটসের গতিপথ তার উলটো দিকে থাকায় মাঝ আকাশে এয়ার টার্বুলেন্স হয় ৷