নয়াদিল্লি, 17 জুলাই: করাচিতে জরুরি অবতরণ করতে হল শারজা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগোর একটি বিমানকে (IndiGo Flight In Karachi)৷ বিমানের যান্ত্রিক ত্রুটির (Technical glitch) কারণেই সেটিকে পাকিস্তানের দিকে ঘুরিয়ে দিতে বাধ্য হন পাইলট ৷ জানা গিয়েছে, বিমানের সব যাত্রী সুরক্ষিত রয়েছেন ৷ বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, করাচি থেকে ওই বিমানের যাত্রীদের হায়দরাবাদে নিয়ে আসার জন্য অপর একটি বিমান পাঠানো হচ্ছে (IndiGo flight diverted to Karachi airport)৷
ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, "ইন্ডিগোর বিমান 6ই-1406 শারজা থেকে হায়দরাবাদ যাচ্ছিল ৷ সেটিকে করাচির দিকে ঘুরিয়ে দিতে হয়েছে ৷ বিমানে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করে জরুরি ভিত্তিতে যেটা করা উচিত সেটাই করেছেন পাইলট ৷ বিমানটিকে করাচিতে ঘুরিয়ে জরুরি অবতরণ করানো হয়েছে ৷ বিমানের যাত্রীদের হায়দরাবাদে ফিরিয়ে আনতে অপর একটি বিমান করাচিতে পাঠানো হচ্ছে ৷"