পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

IndiGo Flight In Karachi: করাচিতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের, সুরক্ষিত যাত্রীরা - করাচিতে জরুরি অবতরণ

করাচিতে জরুরি অবতরণ করল শারজা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগোর বিমান (IndiGo Flight In Karachi)৷ যান্ত্রিক ত্রুটির কারণে (Technical glitch) বিমানটিকে পাকিস্তানের দিকে ঘুরিয়ে দিতে বাধ্য হন পাইলট (IndiGo flight diverted to Karachi airport)৷

IndiGo flight diverted to Karachi airport after technical glitch
করাচিতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের, সুরক্ষিত যাত্রীরা

By

Published : Jul 17, 2022, 10:48 AM IST

নয়াদিল্লি, 17 জুলাই: করাচিতে জরুরি অবতরণ করতে হল শারজা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগোর একটি বিমানকে (IndiGo Flight In Karachi)৷ বিমানের যান্ত্রিক ত্রুটির (Technical glitch) কারণেই সেটিকে পাকিস্তানের দিকে ঘুরিয়ে দিতে বাধ্য হন পাইলট ৷ জানা গিয়েছে, বিমানের সব যাত্রী সুরক্ষিত রয়েছেন ৷ বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, করাচি থেকে ওই বিমানের যাত্রীদের হায়দরাবাদে নিয়ে আসার জন্য অপর একটি বিমান পাঠানো হচ্ছে (IndiGo flight diverted to Karachi airport)৷

ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, "ইন্ডিগোর বিমান 6ই-1406 শারজা থেকে হায়দরাবাদ যাচ্ছিল ৷ সেটিকে করাচির দিকে ঘুরিয়ে দিতে হয়েছে ৷ বিমানে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করে জরুরি ভিত্তিতে যেটা করা উচিত সেটাই করেছেন পাইলট ৷ বিমানটিকে করাচিতে ঘুরিয়ে জরুরি অবতরণ করানো হয়েছে ৷ বিমানের যাত্রীদের হায়দরাবাদে ফিরিয়ে আনতে অপর একটি বিমান করাচিতে পাঠানো হচ্ছে ৷"

আরও পড়ুন:একদিনে দু'বার, করাচির পর মুম্বইয়েও জরুরি অবতরণ স্পাইসজেট বিমানের

গত দু সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বার কোনও ভারতীয় বিমান সংস্থাকে করাচিতে আচমকা অবতরণ করতে হল ৷ গত 5 জুলাই দিল্লি থেকে দুবাইগামী স্পাইসজেটের বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় করাচি বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করাতে হয় ৷

ABOUT THE AUTHOR

...view details