পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Light Combat Helicopter: বায়ুসেনার নতুন সদস্য ভারতীয় প্রযুক্তিতে তৈরি এলসিএইচ - যোধপুর

ভারতীয় বায়ুসেনার (IAF) শক্তি আরও বাড়ছে ৷ সোমবার তারা পাচ্ছে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি হালকা ওজনের কমব্য়াট হেলিকপ্টার (Indigenously Developed Light Combat Helicopter) বা এলসিএইচ (LCH) ৷

Indigenously Developed Light Combat Helicopter introducing into IAF
Light Combat Helicopter: বায়ুসেনার নতুন সদস্য ভারতীয় প্রযুক্তিতে তৈরি এলসিএইচ

By

Published : Oct 3, 2022, 4:51 PM IST

যোধপুর (রাজস্থান), 3 অক্টোবর:সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি হালকা ওজনের কমব্য়াট হেলিকপ্টার (Indigenously Developed Light Combat Helicopter) বা এলসিএইচ (LCH) পাচ্ছে ভারতীয় বায়ুসেনা (IAF) ৷ সোমবার রাজস্থানের (Rajasthan) যোধপুরে (Jodhpur) আয়োজিত একটি অনুষ্ঠানে এই হেলিকপ্টারগুলি বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হবে ৷

এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) উপস্থিতিতে এই হেলিকপ্টারগুলি বায়ুসেনার হাতে তুলে দেওয়া হবে ৷ এই ঘটনায় উচ্ছ্বসিত প্রতিরক্ষা মন্ত্রী ৷ একটি টুইটে তিনি লিখেছেন, এই নতুন হেলিকপ্টারগুলি ভারতীয় বায়ুসেনার শক্তি আরও বৃদ্ধি করবে ৷ সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই হেলিকপ্টারগুলি আকাশপথে যুদ্ধ করতে সক্ষম ৷ এর ফলে কম গতিসম্পন্ন যুদ্ধবিমানগুলির কাজ করতে আরও সুবিধা হবে ৷ পাশাপাশি, যেকোনও যুদ্ধে অত্যাধুনিক ড্রোনের সঙ্গেও লড়াই করতে পারবে এই হেলিকপ্টার ৷ এদিন যোধপুরে এই সংক্রান্ত যে অনুষ্ঠানটি হবে, সেটির নেতৃত্ব দেবেন রাজনাথ নিজেই ৷

আরও পড়ুন:বায়ুসেনার শিকারি পাখি, 30 সেকেন্ডে শত্রুপক্ষের ঘাঁটি গুঁড়িয়ে দিতে পারে অ্যাপাচে

প্রাথমিকভাবে মোট 15টি হেলিকপ্টার প্রতিরক্ষাবাহিনীতে সামিল করার অনুমতি পাওয়া গিয়েছে ৷ এর মধ্য়ে 10টি হেলিকপ্টার বায়ুসেনার জন্য এবং 5টি হেলিকপ্টার সেনাবাহিনীর জন্য কিনেছে সরকার ৷ মন্ত্রিসভার যে কমিটি হেলিকপ্টার কেনার প্রস্তাব অনুমোদন করেছে, সেই কমিটিতেও রাজনাথ ছিলেন ৷

সংশ্লিষ্ট বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, এই নতুন হেলিকপ্টারটি অস্ত্র ও জ্বালানির ভাণ্ডার-সহ 5 হাজার মিটার উচ্চতায় অবতরণ করতে অথবা উড়ান শুরু করতে সক্ষম ৷ প্রসঙ্গত, লাদাখের শীতল মরু অঞ্চল হোক, কিংবা মরুভূমির তপ্ত এলাকা, দু'টি ক্ষেত্রেই সেনাবাহিনীর কাছে রসদ-সহ অন্য়ান্য সামগ্রী পৌঁছে দিতে হেলিকপ্টার বা চপার ব্যবহার করা হয় ৷ গত তিন থেকে চার বছরের মধ্য়ে বায়ুসেনায় একের পর এক চপার বা হেলিকপ্টার অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ এগুলির মধ্য়ে চিনুক, অ্য়াপাচে অন্যতম ৷ এবার সেই তালিকায় জুড়ে গেল এলসিএইচ ৷

ABOUT THE AUTHOR

...view details