যোধপুর (রাজস্থান), 3 অক্টোবর:সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি হালকা ওজনের কমব্য়াট হেলিকপ্টার (Indigenously Developed Light Combat Helicopter) বা এলসিএইচ (LCH) পাচ্ছে ভারতীয় বায়ুসেনা (IAF) ৷ সোমবার রাজস্থানের (Rajasthan) যোধপুরে (Jodhpur) আয়োজিত একটি অনুষ্ঠানে এই হেলিকপ্টারগুলি বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হবে ৷
এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) উপস্থিতিতে এই হেলিকপ্টারগুলি বায়ুসেনার হাতে তুলে দেওয়া হবে ৷ এই ঘটনায় উচ্ছ্বসিত প্রতিরক্ষা মন্ত্রী ৷ একটি টুইটে তিনি লিখেছেন, এই নতুন হেলিকপ্টারগুলি ভারতীয় বায়ুসেনার শক্তি আরও বৃদ্ধি করবে ৷ সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই হেলিকপ্টারগুলি আকাশপথে যুদ্ধ করতে সক্ষম ৷ এর ফলে কম গতিসম্পন্ন যুদ্ধবিমানগুলির কাজ করতে আরও সুবিধা হবে ৷ পাশাপাশি, যেকোনও যুদ্ধে অত্যাধুনিক ড্রোনের সঙ্গেও লড়াই করতে পারবে এই হেলিকপ্টার ৷ এদিন যোধপুরে এই সংক্রান্ত যে অনুষ্ঠানটি হবে, সেটির নেতৃত্ব দেবেন রাজনাথ নিজেই ৷