দিল্লি, 9 ডিসেম্বর : দেশে গতকালের তুলনায় একটু হলেও কমল দৈনিক কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ গত কয়েকদিন ধরেই কোরোনা আক্রান্তের সংখ্যা 30 হাজারের ঘরেই ঘোরাফেরা করছিল । তবে, গতকাল বেশ কিছুটা বেড়েছিল সংক্রমণ । আক্রান্ত হয়েছিল 32 হাজারেরও বেশি ৷ তবে, গত 24 ঘণ্টায় কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 31 হাজার 522 জন ৷ স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী, এই নিয়ে দেশে মোট কোরোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 97 লাখ 67 হাজার 372 জন ৷
অন্যদিকে, গতকালের তুলনায় মৃতের সংখ্যা বাড়ল কিছুটা ৷ গতকাল কোরোনায় মৃত্যু হয়েছিল 402 জনের । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও 10 জন বেশি , মোট 412 জনের ৷ এই নিয়ে দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে 1 লাখ 41 হাজার 772 জন । দেশে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 72 হাজার 293 জন ৷ এখনও পর্যন্ত কোরোনা থেকে মোট সুস্থ হয়েছে 92 লাখ 53 হাজার 306 জন ৷