দিল্লি, 3 ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মহলের কাছে দেশের নাম ধুলোয় মেশাচ্ছে বিজেপি-আরএসএস। কৃষক বিক্ষোভ নিয়ে রিহানা ও গ্রেটা থুনবার্গের উদ্বেগ প্রসঙ্গে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে এ ভাবেই তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
বুধবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন ক'রে কৃষক সমস্যা যত দ্রুত সম্ভব মেটানোর জন্য সরকারের কাছে আর্জি জানালেন তিনি। এ দিন রাগা বলেন, ''ভারতের সুখ্যাতিতে চরম আঘাত লেগেছে। বিজেপি-আরএসএস আমাদের আন্তর্জাতিক সম্পর্ককে নষ্ট করে দিয়েছে।''
কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারী ভারতীয় কৃষকদের পাশে দাঁড়িয়েছেন আন্তর্জাতিক পপ তারকা রিহানা ও পরিবেশ আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গ ৷ সদ্য নোবেলে শান্তি পুরস্কারে মনোনীত হওয়া গ্রেটা কৃষকদের পক্ষে টুইট করে জানান, "আমরা ভারতের আন্দোলনরত কৃষকদের পাশে আছি।"
তার আগেই রিহানা টুইটে লিখেছিলেন, "আমরা এই বিষয়ে কেন কথা বলছি না!" এই টুইটের এক ঘণ্টার মধ্যে পপ তারকার টুইটার হ্যান্ডেলে 1 লাখ ফলোয়ার বেড়ে যায়। দিল্লির কৃষক আন্দোলনের পরিস্থিতির ছবি ও খবরের লিঙ্ক তুলে ধরে টুইট করেছিলেন রিহানা।