পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'বিশ্বের কাছে ভারতের সুখ্য়াতিতে চরম আঘাত', রিহানা-গ্রেটার টুইটে সরব রাহুল - রিহানা

আন্তর্জাতিক মহলের কাছে দেশের নাম খারাপ করছে বিজেপি-আরএসএস। কৃষক বিক্ষোভ নিয়ে রিহানা ও গ্রেটা থুনবার্গের উদ্বেগ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

India's reputation taking massive hit: Rahul Gandhi on Rihanna, Greta tweeting on farmers' protest
রিহানা-গ্রেটার টুইটে সরব রাহুল

By

Published : Feb 3, 2021, 5:55 PM IST

দিল্লি, 3 ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মহলের কাছে দেশের নাম ধুলোয় মেশাচ্ছে বিজেপি-আরএসএস। কৃষক বিক্ষোভ নিয়ে রিহানা ও গ্রেটা থুনবার্গের উদ্বেগ প্রসঙ্গে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে এ ভাবেই তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

বুধবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন ক'রে কৃষক সমস্যা যত দ্রুত সম্ভব মেটানোর জন্য সরকারের কাছে আর্জি জানালেন তিনি। এ দিন রাগা বলেন, ''ভারতের সুখ্যাতিতে চরম আঘাত লেগেছে। বিজেপি-আরএসএস আমাদের আন্তর্জাতিক সম্পর্ককে নষ্ট করে দিয়েছে।''

কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারী ভারতীয় কৃষকদের পাশে দাঁড়িয়েছেন আন্তর্জাতিক পপ তারকা রিহানা ও পরিবেশ আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গ ৷ সদ্য নোবেলে শান্তি পুরস্কারে মনোনীত হওয়া গ্রেটা কৃষকদের পক্ষে টুইট করে জানান, "আমরা ভারতের আন্দোলনরত কৃষকদের পাশে আছি।"

তার আগেই রিহানা টুইটে লিখেছিলেন, "আমরা এই বিষয়ে কেন কথা বলছি না!" এই টুইটের এক ঘণ্টার মধ্যে পপ তারকার টুইটার হ্যান্ডেলে 1 লাখ ফলোয়ার বেড়ে যায়। দিল্লির কৃষক আন্দোলনের পরিস্থিতির ছবি ও খবরের লিঙ্ক তুলে ধরে টুইট করেছিলেন রিহানা।

আরও পড়ুন:"পাশে আছি", রিহানার পর বিক্ষোভকারী কৃষকদের সমর্থনে টুইট থুনবার্গের

যদিও আন্তর্জাতিক সেলিব্রিটিদের গোটা বিষয়টি জানার পরই এ বিষয়ে মন্তব্য করা উচিত বলে জানায় বিদেশমন্ত্রক। মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, ''এ ধরনের বিষয়ে মন্তব্য করার আগে আমরা বলব আগে গোটা বিষয়টি জানুন।''

রাহুল এ বিষয়ে বলেছেন, ''দিল্লিকে ঘিরে রেখেছে কৃষকরা। তাঁরাই আমাদের বাঁচিয়ে রেখেছেন। কেন দিল্লি যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে? কেন আমরা তাঁদের ভয় দেখাচ্ছি, মারছি? কেন সরকার তাঁদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করছে না? এই সমস্যা দেশের জন্য ভালো নয়।''

এ দিন প্রধানমন্ত্রীকে একহাত নিয়ে রাহুল বলেছেন, ''প্রধানমন্ত্রী বলছেন 2 বছরের জন্য আইন স্থগিত রাখার প্রস্তাব এখনও টেবিলে রয়েছে। এর মানে কী? হয় আপনি বিশ্বাস করেন যে এই আইন প্রত্যাহার করা উচিত, নয় আপনি তা মানেন না। কৃষকদের কথা শোনা উচিত সরকারের।''

ABOUT THE AUTHOR

...view details