কলকাতা, 13 জুলাই: সেন্ট্রাল ভিস্তার মাথায় অশোক স্তম্ভের (Ashoka Stambh) উদ্বোধনের পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভারতের জাতীয় প্রতীকের সিংহ ৷ বিরোধীদের অভিযোগ, দেশের জাতীয় প্রতীক অশোক স্তম্ভের সিংহগুলি অনেক সৌম্য ও শান্ত ৷ তবে মোদির উদ্বোধন করা অশোক স্তম্ভে সিংহদের শ্বদন্ত দেখা যাচ্ছে ৷ অর্থাৎ সেগুলি আক্রমণাত্মক (Lion Capital of Ashoka)৷
এই নিয়ে বিরোধীরা তোপ দাগছে ৷ নিজেদের স্বপক্ষে যুক্তি সাজিয়ে পাল্টা জবাব দিচ্ছে কেন্দ্র ৷ তবে যে জাতীয় প্রতীক (National Emblem of India) নিয়ে বিতর্ক, একবার তাকে ভালো করে চিনে নেওয়া যাক ৷ চোখ রাখা যাক তার খুঁটিনাটি তথ্যের দিকে ৷
জাতীয় প্রতীক ঠিক কী ?
উত্তরপ্রদেশের সারনাথের অশোক স্তম্ভকে জাতীয় প্রতীক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ৷ এটি প্রজাতান্ত্রিক ভারতের পরিচায়ক ৷ 1950 সালের 26 জানুয়ারি অশোক স্তম্ভকে জাতীয় প্রতীক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল ৷
এর আদর্শ কী ?
দেশের জাতীয় প্রতীকের আদর্শ সত্য একাই জয়ী ৷ এটাই পরিচিত 'সত্যমেব জয়তে' হিসেবে ৷ বেদের সমাপ্তি অংশ লিখিত রয়েছে এই স্লোগান ৷
আরও পড়ুন:নতুন অশোক স্তম্ভের সিংহরা 'হিংস্র', মোদিকে কটাক্ষ বিরোধীদের
অশোক স্তম্ভের গঠন
অশোক স্তম্ভের গঠন থ্রি-ডাইমেনশনাল অর্থাৎ ত্রিমাত্রিক, যেখানে বৃত্তাকারে একে অপরের পাশে অবস্থান করছে চারটে সিংহ ৷ এর নিচে রয়েছে একটি ধর্ম চক্র, একটি ষাঁড় ও একটি ঘোড়া ৷ প্রতিটি স্তম্ভ লম্বায় প্রায় 40-50 ফিট এবং এর প্রত্যেকটির ওজন 50 টন ৷ জাতীয় প্রতীকে সবমিলিয়ে রয়েছে 7টি পশু ৷ 4টি এশিয়াটিক লায়ন, একটি হাতি, একটি ষাঁড় ও একটি ঘোড়া ৷ সামনের দিকে অশোক চক্রের বাম দিকে একটি ছুটে চলা ঘোড়া এবং ডানদিকে একটি ষাঁড় রয়েছে । ভারতের জাতীয় প্রতীকটির ডিজাইন করেছেন দীনানাথ ভার্গব ৷
পশুগুলির গুরুত্ব কী ?
অশোক স্তম্ভের চারটি এশিয়াটিক লায়নের অর্থ সাহস, শক্তি ও আত্মবিশ্বাস ৷ এটি ভারতের গর্বের প্রতীক ৷ অশোক স্তম্ভের ষাঁড়টি বৌদ্ধ ধর্মের রাশিচক্রের বৃষ চিহ্ন এবং ঘোড়ার অর্থ সেই পশু যেটি চড়ে দুর্গ ত্যাগ করেছিলেন বুদ্ধদেব ৷ ষাঁড়টি কঠোর পরিশ্রম এবং অবিচলতার প্রতিনিধিত্ব করে, আর ঘোড়াটি আনুগত্য, গতি এবং শক্তির প্রতীক ৷
জাতীয় প্রতীকের অন্যান্য তথ্য