পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

United Nations : রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের একমাসের সভাপতিত্বে একাধিক প্রস্তাব পাশ - টি এস তিরুমূর্তি

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের একমাসের সভাপতিত্ব শেষ হল মঙ্গলবার ৷ সেই উপলক্ষে একটি টুইট করেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি ৷ তাতে নিরাপত্তা পরিষদের প্রত্যেক সদস্য দেশকেই ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি ৷

India's month-long Presidency of powerful UNSC ends with 'substantive' outcomes on key global issues
United Nations : রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে একমাসের সভাপতিত্ব শেষ হল ভারতের

By

Published : Sep 1, 2021, 8:57 PM IST

রাষ্ট্রসংঘ, 1 সেপ্টেম্বর : রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের একমাসের সভাপতিত্ব শেষ হল ৷ এই সময়ের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ করেছে নিরাপত্তা পরিষদ ৷ যার মধ্যে অন্যতম আফগানিস্তান ইস্যু ৷ প্রথম থেকেই ভারতের বক্তব্য ছিল, আফগানিস্তানের মাটিকে কোনও অবস্থাতেই সন্ত্রাসের জন্য ব্যবহার করা যাবে না ৷ সেখানে কোনও জঙ্গিকে ঠাঁই দেওয়া যাবে না ৷ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করাকালীন এই দাবির পক্ষেই প্রস্তাব পাশ করাতে সমর্থ হয়েছে ভারত ৷

আরও পড়ুন :Joe Biden on Afghanistan : আফগানিস্তানের মানুষের মৌলিক অধিকারের পাশে থাকবে আমেরিকা, আশ্বাস বাইডেনের

প্রসঙ্গত, এই মুহূর্তে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশের সংখ্যা 15 ৷ ভারত এই পরিষদের অস্থায়ী সদস্য ৷ সভাপতির দায়িত্ব পরিষদের সবক’টি দেশকেই ঘুরিয়ে-ফিরিয়ে দেওয়া হয় ৷ সকলেরই মেয়াদ থাকে একমাস করে ৷ গত অগস্ট মাসে সেই দায়িত্ব পেয়েছিল ভারত ৷ এর মধ্যেই গত 15 অগস্ট কাবুলের দখল নেয় তালিবান ৷ তারপরই আফগানিস্তান নিয়ে প্রস্তাব পেশ করা হয় নিরাপত্তা পরিষদে ৷ ভবিষ্যতে আফগানিস্তানকে ঘাঁটি করে যাতে গোটা বিশ্বে সন্ত্রাস ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতেই বেশ কিছু কঠোর শর্ত আরোপ করে সেই প্রস্তাব পাশ করায় ভারত ৷

মঙ্গলবার রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি (T S Tirumurti) একটি টুইট করেন ৷ তিনি লেখেন, ‘‘রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আমাদের সভাপতিত্ব শেষ হচ্ছে ৷ আমরা তাই আমাদের সমস্ত সহকর্মীকে তাঁদের হার্দিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানাতে চাই ৷ তাঁদের জন্যই আমাদের এই সফর সফল হয়েছে ৷ বেশ কিছু ভাল কাজ হয়েছে ৷’’ তাঁর টুইটবার্তায় টি এস তিরুমূর্তি নিরাপত্তা পরিষদের ভাবী সভাপতিদেরও আগাম শুভেচ্ছা জানিয়েছেন ৷

আরও পড়ুন :Afghanistan : আফগানিস্তানকে ভারত-বিরোধী কাজে ব্যবহার নয়, তালিবানকে স্পষ্ট বার্তা

নিরাপত্তা পরিষদের সভাপতি হিসাবে ভারতের এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও ৷ রাষ্ট্রসংঘে আমেরিকার প্রতিনিধি লিন্ডা থমাস গ্রিনফিল্ড এই প্রসঙ্গে ভারতের উদ্দেশে বলেন, ‘‘আপনাদের নেতৃত্ব এবং সহনশীলতা একাধিক প্রতিকূলতাকে পার করতে সহযোগিতা করেছে ৷ বিশেষ করে আফগানিস্তানের মতো পরিস্থিতি ৷’’

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details