পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

India's Largest Yoga Centre: হিমালয়ের কোলে 9782 কোটি খরচে তৈরি ভারতের সবচেয়ে বড় যোগা কেন্দ্র - Yoga Centre

ভারতের সবচেয়ে বড় যোগা কেন্দ্র তৈরির কাজ 98 শতাংশ শেষ হয়ে গিয়েছে (Indias Largest Yoga Centre Worth Rs 9782 Cr) ৷ জম্মু ও কাশ্মীরের উধমপুরে (Mantalai village of Udhampur) প্রায় 10 হাজার কোটি খরচে পর্যটন মন্ত্রক এই যোগ কেন্দ্র তৈরি করছে ৷

Indias Largest Yoga Centre Worth Rs 9782 Cr Nearing Completion in Jammu and Kashmir
Indias Largest Yoga Centre Worth Rs 9782 Cr Nearing Completion in Jammu and Kashmir

By

Published : Dec 12, 2022, 4:30 PM IST

উধমপুর, 12 ডিসেম্বর: 9 হাজার 782 কোটি টাকার যোগা কেন্দ্র (Indias Largest Yoga Centre Worth Rs 9782 Cr) ৷ জম্মু ও কাশ্মীরের উধমপুরে ভারতের সবচেয়ে বড় যোগা কেন্দ্র তৈরির কাজ প্রায় 98 শতাংশ শেষ হয়ে গিয়েছে ৷ আর এই যোগ কেন্দ্রের উপর নির্ভর করে স্থানীয় অর্থনীতি ও পর্যটন শিল্প আরও বেশি করে উন্নতি করবে বলে জানিয়েছেন উধমপুরের ডেপুটি কমিশনার ৷

ভারতের সবচেয়ে বড় এই যোগা কেন্দ্রটি উধমপুরের মানতালাই গ্রামে (Mantalai village of Udhampur) তৈরি করা হয়েছে ৷ এই গ্রামটি হিমালয় পর্বতমালার পাদদেশে শালবনে ঘেরা অঞ্চলে অবস্থিত ৷ পাহাড় এবং সমতল, দু'জায়গা থেকেই এই গ্রামটিকে দেখা যায় ৷ তাওয়াই নদীর তীরে আন্তর্জাতিক এই যোগা কেন্দ্রটি দেশের যোগ-ব্যায়ামের কেন্দ্রস্থ হতে চলেছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷ প্রসঙ্গত, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের তরফে এই যোগ কেন্দ্র তৈরির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে ৷ পর্যটন মন্ত্রী নিজে এটি তৈরির জন্য 9 হাজার 782 কোটি টাকা মঞ্জুর করেছেন ৷

আরও পড়ুন:যাত্রী হেনস্থার অভিযোগ, আচমকা দিল্লি বিমানবন্দর পরিদর্শনে জ্যোতিরাদিত্য

এই যোগা কেন্দ্রটিকে প্রকৃতির কোলে সম্পূর্ণ আধুনিক রূপে তৈরি করা হয়েছে ৷ যেখান সুইমিং পুল, বিজনেস কনভেনশন সেন্টার, হেলিপ্যাড, স্পা, ক্যাফেটেরিয়া এবং ডাইনিং হল রয়েছে ৷ সেই সঙ্গে সৌরবিদ্যুৎ প্যানেল রয়েছে ৷ পাশাপাশি, পরিবেশবান্ধব কটেজ তৈরি করা হয়েছে ৷ রয়েছে জিমন্যাসিয়াম অডিটরিয়াম, ব্যাটারি চালিত গাড়ি, মনোসংযোগ কেন্দ্র-সহ নানাবিধ পরিষেবা থাকবে এই আন্তর্জাতিক যোগ কেন্দ্রে ৷ উল্লেখ্য এই যোগ কেন্দ্র তৈরির ক্ষেত্রে হলমার্ক ফেসিলিটি পাশ করে গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details