নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: জি-20 সম্মেলন শুরুর আগে বিশেষ বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । শনিবার সকালে রাষ্ট্রপতি টুইটারে জি20 সম্মেলনে অংশ নেওয়া সব দেশের প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়েছেন ৷ শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন, "দিল্লিতে 18তম জি20 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী জি20 দেশ, অতিথি দেশগুলি এবং আন্তর্জাতিক সংস্থাগুলির প্রতিনিধিদের সকল প্রধানকে আন্তরিক স্বাগত জানাই ৷ সম্মেলনের থিম,'বসুধৈব কুটুম্বকম'। এক পৃথিবী, এক পরিবার এবং এক ভবিষ্যতের ভাবনা বিশ্বের কাছে আগামিদিনের রোডম্যাপ ৷ আমি জি20 শীর্ষ সম্মেলনের অংশগ্রহণকারীদের এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য তাদের প্রতিটি প্রচেষ্টার সাফল্য কামনা করি।"
এবারে জি20 প্রেসিডেন্সিতে ভারত অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি, ডিজিটাল উদ্ভাবন, জলবায়ুর স্থিতিস্থাপকতা এবং ন্যায়সঙ্গত বৈশ্বিক স্বাস্থ্য দিকগুলির মতো বিভিন্ন বিষয়ে মনোসংযোগ করছে। জি20 সদস্য দেশগুলি বিশ্বব্যাপী জিডিপির প্রায় 85 শতাংশ, বিশ্ব বাণিজ্যের 75 শতাংশের বেশি এবং বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব করে। এই তালিকায় আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপীয়ান ইউনিয়ন (ইইউ)-এর মতো দেশগুলি রয়েছে ।