নয়াদিল্লি, 17 জানুয়ারি : আগামী ফেব্রুয়ারি মাসেই ভারতের তৈরি প্রথম ‘মেসেঞ্জার এমআরএনএ’ টিকার (India's First Homegrown mRNA Vaccine) মানবদেহে ট্রায়ালের প্রক্রিয়া শুরু হবে ৷ পুনের সংস্থা জেনোভা বায়োফার্মাসিউটিক্যালসের (Gennova Biopharmaceuticals Ltd) তৈরি এই টিকার দ্বিতীয় দফার তথ্য পেশের প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে ৷ একইসঙ্গে, তৃতীয় দফার তথ্যভাণ্ডার তৈরির জন্য নিয়োগ প্রক্রিয়াও সারা হয়ে গিয়েছে ৷ সংশ্লিষ্ট সূত্রের খবর, ভারতের ওষুধ নিয়ামক সংস্থা (Drugs Controller General of India) ডিসিজিআই (DCGI)-এর বিশেষজ্ঞ কমিটি (Subject Expert Commitee) বা এসইসি (SEC) খুব শীঘ্রই এই তথ্যাবলী খতিয়ে দেখবে ৷
আরও পড়ুন :Covid vaccine is not mandatory: ইচ্ছের বিরুদ্ধে জোর করে কোভিড টিকা নয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র
সংশ্লিষ্ট আধিকারিক সূত্রের খবর, জেনোভা বায়োফার্মাসিউটিক্যালস করোনার (Coronavirus) নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের (Omicron Variant) টিকাও তৈরি করেছে ৷ এই এমআরএনএ টিকাটিও শীঘ্রই মানবদেহের উপর পরীক্ষা করে দেখা হবে ৷ ট্রায়াল সম্পূর্ণ হলেই টিকার কার্যকারিতা জানা যাবে ৷ এই প্রসঙ্গে সংস্থার তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, ‘‘ভারতের ওষুধ নিয়ামক সংস্থা এইচজিসিও19-এর জন্য প্রথম ও দ্বিতীয় দফার পরীক্ষাকে অনুমোদন করেছে ৷ গত অগাস্ট মাসে এই টিকা তৈরি করা হয় ৷ এটি ভারতের প্রথম কোভিড প্রতিরোধী মেসেঞ্জার এমআরএনএ টিকা ৷’’