নয়াদিল্লি, 23 অক্টোবর :ভারতে প্রথম আইভিএফ (IVF) পদ্ধতিতে বান্নি প্রজাতির মোষের (Banni buffalo) শাবকের জন্ম হল ৷ এই ঘটনা যুগান্তকারী বলে দাবি গবেষকদের ৷ জানা গেছে, এই মোষের মালিকের নাম বিনয় এল ভালা ৷ পেশায় মোষপালক বিনয় গুজরাতের সোমনাথ জেলার ধনেজের বাসিন্দা ৷ সুশীলা অ্যাগ্রো ফার্মস নামে তাঁর একটি খামার রয়েছে ৷ সেখানেই বান্নি প্রজাতির ছ’টি স্ত্রী মোষের থেকে ডিম্বাণু সংগ্রহ করে আইভিএফ পদ্ধতির মাধ্যমে শাবকের জন্ম দেওয়ার বন্দোবস্ত করা হয় ৷ তারই ফলস্বরূপ এসেছে অভাবনীয় সাফল্য ৷
আরও পড়ুন :প্রত্যক্ষদর্শী, গ্রেফতার হওয়া কৃষকদের ছাড়াতে থানায় গরু
ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, 2020 সালের 15 ডিসেম্বর গুজরাতের কচ্ছ এলাকায় এসে বান্নি প্রজাতির মোষের কথা উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার পরদিনই, 2020 সালের 16 ডিসেম্বর বিনয়ের পোষা মোষের উপর আইভিএফ পদ্ধতি প্রয়োগ করা হয় ৷ যার জেরে এই প্রথমবার ভারতে আইভিএফ পদ্ধতিতে বান্নি প্রজাতির মোষের শাবকের জন্ম দেওয়া সম্ভব হল ৷