নয়াদিল্লি, 31 জানুয়ারি: ভবিষ্যতে যে কোনও রকমে স্বাস্থ্য সংক্রান্ত সংকটের জন্য দেশকে প্রস্তুত রাখবে আয়ুষ্মান ভারত ৷ বাজেট অধিবেশন শুরুর আগে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনের ভাষণে এ কথা বললেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ (President addresses Parliament before Budget 2022 session)৷ তাঁর দাবি, দূরদর্শিতার পরিচয় দিয়ে কোভিড-19 অতিমারিকে যুঝতে আগাম পদক্ষেপ করেছে সরকার ৷
রাষ্ট্রপতি (President addresses in Parliament) তাঁর বক্তৃতায় বলেছেন, "কোভিড-19 অতিমারির বিরুদ্ধে লড়াই চালাতে দেশের প্রচেষ্টাকে সীমাবদ্ধ রাখা হয়নি ৷ আমার সরকার পরিণামদর্শী সমাধানের পরিকল্পনা করেছে, যেটা ভবিষ্যতে কার্যকরী হবে ৷ এর একটা উদাহরণ হল সরকারের 64,000 কোটি টাকা খরচ করে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো অভিযান শুরু করেছে ৷ এটা শুধু বর্তমান স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয়তা মেটাতেই সাহায্য করবে না, এর ফলে ভবিষ্যতের সংকটের জন্যও প্রস্তুত থাকবে দেশ ৷" 80 হাজারেরও বেশি স্বাস্থ্যকেন্দ্র ও কয়েকটি কোটি আয়ুষ্মান ভারত কার্ড গরিবদের চিকিৎসা সম্ভব হয়েছে বলে জানিয়ে সরকারের প্রশংসা করেন রাষ্ট্রপতি ৷ 8,000-এরও বেশি জন ঔষধি কেন্দ্রের দ্বারা সস্তার ওষুধের ব্যবস্থা করে চিকিৎসা ব্যবস্থাকে কেন্দ্র আরও সহজলভ্য করে তুলেছে বলেও জানান তিনি ৷