পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

President addresses in Parliament: ভবিষ্যতের সংকটের জন্য দেশকে প্রস্তুত রাখবে আয়ুষ্মান ভারত: রাষ্ট্রপতি

কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে দেশের ক্ষমতা প্রমাণিত টিকাকরণে ৷ বাজেট অধিবেশন শুরুর আগে সংসদের (President addresses in Parliament) যৌথ অধিবেশনে বললেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ (President addresses Parliament before Budget 2022 session)৷

India's capability in fight against COVID 19 was evident in vaccination program: President Kovind
কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে দেশের ক্ষমতা প্রমাণিত টিকাকরণে: রাষ্ট্রপতি

By

Published : Jan 31, 2022, 11:41 AM IST

Updated : Jan 31, 2022, 1:49 PM IST

নয়াদিল্লি, 31 জানুয়ারি: ভবিষ্যতে যে কোনও রকমে স্বাস্থ্য সংক্রান্ত সংকটের জন্য দেশকে প্রস্তুত রাখবে আয়ুষ্মান ভারত ৷ বাজেট অধিবেশন শুরুর আগে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনের ভাষণে এ কথা বললেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ (President addresses Parliament before Budget 2022 session)৷ তাঁর দাবি, দূরদর্শিতার পরিচয় দিয়ে কোভিড-19 অতিমারিকে যুঝতে আগাম পদক্ষেপ করেছে সরকার ৷

রাষ্ট্রপতি (President addresses in Parliament) তাঁর বক্তৃতায় বলেছেন, "কোভিড-19 অতিমারির বিরুদ্ধে লড়াই চালাতে দেশের প্রচেষ্টাকে সীমাবদ্ধ রাখা হয়নি ৷ আমার সরকার পরিণামদর্শী সমাধানের পরিকল্পনা করেছে, যেটা ভবিষ্যতে কার্যকরী হবে ৷ এর একটা উদাহরণ হল সরকারের 64,000 কোটি টাকা খরচ করে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো অভিযান শুরু করেছে ৷ এটা শুধু বর্তমান স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয়তা মেটাতেই সাহায্য করবে না, এর ফলে ভবিষ্যতের সংকটের জন্যও প্রস্তুত থাকবে দেশ ৷" 80 হাজারেরও বেশি স্বাস্থ্যকেন্দ্র ও কয়েকটি কোটি আয়ুষ্মান ভারত কার্ড গরিবদের চিকিৎসা সম্ভব হয়েছে বলে জানিয়ে সরকারের প্রশংসা করেন রাষ্ট্রপতি ৷ 8,000-এরও বেশি জন ঔষধি কেন্দ্রের দ্বারা সস্তার ওষুধের ব্যবস্থা করে চিকিৎসা ব্যবস্থাকে কেন্দ্র আরও সহজলভ্য করে তুলেছে বলেও জানান তিনি ৷

আরও পড়ুন:COVID can remain active for over 7 months: আক্রান্ত হওয়ার পর 7 মাস শরীরে থেকে যেতে পারে কোভিড : রিপোর্ট

সংসদের সেন্ট্রাল হলে যৌথ অধিবেশনে নিজের ভাষণে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের সাফল্যের কথা তুলে ধরলেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ৷ তিনি বলেন, "কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের দক্ষতা প্রমাণিত টিকাকরণ কর্মসুচিতে ৷ এক বছরেরও কম সময়ের মধ্যে রেকর্ড 150 কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে ৷ সর্বাধিক সংখ্যক টিকার ডোজ দেওয়ার ক্ষেত্রে বিশ্বের মধ্যে যে সব দেশ উপরের দিকে রয়েছে, আমরা তাদের মধ্যে অন্যতম ৷"

আরও পড়ুন: Corona Update in India : দেশে সংক্রমণ কমলেও বাড়ল সংক্রমণের হার ও মৃত্যু

Last Updated : Jan 31, 2022, 1:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details