গোরক্ষপুর, 19 ডিসেম্বর: কাকোরি ট্রেন অ্যাকশনের (Kakori Train Action) আত্মত্যাগকে স্মরণ রেখে গোরক্ষপুরে অনুষ্ঠিত হতে চলেছে দেশের সবচেয়ে বড় ড্রোন শো । 750টি ড্রোনের রঙিন আভায় জীবন্ত হয়ে উঠবে স্বাধীনতা সংগ্রামের কথা ৷ আজ বিকেল 5টায় রামগড়তলের কাছে মহন্ত দিগ্বিজয়নাথ স্মৃতি পার্কে এই অনুষ্ঠান হবে (India's Biggest Drone Show in Gorakhpur) । এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (CM Yogi in Gorakhpur) পাশাপাশি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি এবং রাজ্য সরকারের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং ।
গোরক্ষপুরে মুখ্যমন্ত্রী যোগীর উপস্থিতিতে রাজ্য সরকার কাকোরি ট্রেন অ্যাকশনের নায়কদের স্মরণ করে 15 থেকে 19 ডিসেম্বর কাকোরি বলিদান দিবস উদযাপন করছে । অমর যোদ্ধা পণ্ডিত রামপ্রসাদ বিসমিলের (Ram Prasad Bismil) আত্মত্যাগ দিবস এই 19 ডিসেম্বর ।
আরও পড়ুন:গার্লিককে নিধনের পর পটাশিয়াম সায়ানাইড সেবন, স্বাধীনতার গৌরবগাথায় অমলিন কানাইলালের সংগ্রাম