নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর:তাঁর নামে প্রায় দুই শতাধিক মামলা জমে রয়েছে । তবু সাত বছরেরও বেশি সময় ধরে গা ঢাকা দিয়েছিলেন । শেষমেশ পলাতক এই গাড়ি চোরকে গ্রেফতার করল দিল্লি পুলিশ ৷ অভিযুক্তের নাম অনিল চৌহান (Indias Biggest Car Thief Arrested) ৷
দেশের 'সবচেয়ে বড়' গাড়ি চোর হিসেবে বিবেচিত এই অভিযুক্ত তিনটি বিয়েও করেছে বলে খবর। আরও খবর এই যে, তিনি তাঁর এই 27 বছরের অপরাধমূলক ইতিহাসে মাত্র 2 বার গ্রেফতার হয়েছে । অভিযুক্ত অনিল চৌহান নামে ব্যক্তিটি প্রায় 6,000টি মামলায় জড়িত বলে সূত্রের দাবি ৷ কিন্তু পুলিশ এখনও পর্যন্ত তার বিরুদ্ধে তাঁর বিরুদ্ধে 200টি মামলা দায়ের করতে পেরেছে।
পুলিশ সূত্রে খবর, অনিল নামে এই ব্যক্তিটি দু'দশক ধরে গাড়ি চুরির সঙ্গে জড়িত । গাড়ি চুরির পর অসম থেকে শুরু করে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বিক্রি করতেন বলে তদন্তকারীদের অনুমান । দিল্লি পুলিশ তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে অনুমান করলেই তিনি অসমে পালিয়ে যেতেন বলেও জানা গিয়েছে । সেখানে তিনি গন্ডারের শিং পাচাররের কারবার শুরু করেছিলেন বলে অনুমান পুলিশের ।
আরও পড়ুন:প্রতিবেশীর গাড়ি চুরি-র অভিযোগ লেখাতে খোয়ালেন নিজের গাড়ি, আসানসোলে চাঞ্চল্য
অনিলের নামে থাকা বহু সম্পত্তি ইতিমধ্যেই ইডি বাজেয়াপ্ত করেছে । এর আগে 2015 সালে অসম পুলিশ তাঁকে আটক করে । এরপর সে আবার গাড়ি চুরির পেশায় ফিরে আসে ৷ ওই পুলিশ আধিকারিকের দাবি, চোরাই গাড়িতে অস্ত্র সরবরাহ করতেই এবার দিল্লি এসেছিল অনিল । সেন্ট্রাল দিল্লি পুলিশের স্পেশাল স্টাফ এই বিষয়ে একটি গোপন খবর আগেই পেয়েছিল । তারাই বিশেষ অভিযান চালিয়ে মধ্য দিল্লি এলাকা থেকে তাঁকে আটক করে । তার কাছ থেকে ছয়টি পিস্তল ও সাতটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ এমনটাই জানা গিয়েছে ।