পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Chandrayaan-3: চাঁদের লক্ষ্যে পাড়ি দিল চন্দ্রযান-3, রইল কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য

চাঁদের লক্ষ্যে চন্দ্রযান-3 । শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণ । 2019 সালের ব্যর্থতা দেখতে চায় না ইসরো । চন্দ্রযান-3 অভিযানে তাই বিশেষ নজরদারি ।

Chandrayaan-3
চাঁদের পথে চন্দ্রযান-3

By

Published : Jul 14, 2023, 1:34 PM IST

Updated : Jul 14, 2023, 6:37 PM IST

চাঁদের লক্ষ্যে পাড়ি দিল চন্দ্রযান-3

হায়দরাবাদ, 14 জুলাই :চাঁদের পথে চন্দ্রযান-3 ৷ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে চন্দ্রযান-3-র সফল উৎক্ষেপণ । স্পেস সেন্টারে উচ্ছাস, আনন্দিত বিজ্ঞানীরা । দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মিশন চন্দ্রযান-3 র সফল উৎক্ষেপণের কৃতিত্ব নিজের টিমকে দিলেন ইসরো প্রধান এস সোমনাথ । যিনি বললেন, "দেশবাসীকে শুভেচ্ছা জানাই । চন্দ্রাভিযান-3 চাঁদের পথে পাড়ি দিয়েছে ৷ ইসরোর নজর এখন চন্দ্রযান-3 এর দিকেই ৷" চন্দ্রযান-2 অভিযান ব্যর্থ হওয়ার পর চন্দ্রযান-3, তাই বিশেষ নজরদারি ইসরোর ৷ মিশন চন্দ্রযানে ইসরো সফল হলে আমরিকা, রাশিয়া, চীনের পরই তালিকায় উঠবে ভারতের নাম ৷ জেনে নেওয়া যাক চন্দ্রযান-3 নিয়ে কয়েকটি তথ্য -

1. দ্য ইন্ডিয়ান স্পেস অরগানাইজেশন ( ISRO)-র নজরদারিতে হচ্ছে চন্দ্রযান-3-র অভিযান । মিশন চন্দ্রযান-2 চাঁদে অবতরণের মুখেই ব্যর্থ হয়, তারপরই ইসোর এই চন্দ্রাভিযানের পরিকল্পনা করে। অবশেষে বছর চারেক বাদে আবারও স্বপ্ন দেখা শুরু করেছেন ভারতীয় বিজ্ঞানীরা।

2. 2019 সালের 6 সেপ্টেম্বর ল্যান্ডার বিক্রমকে চাঁদের পিঠে নামাতে ব্যর্থ হয় চন্দ্রযান-2 ৷ এবারও ল্যান্ডার বিক্রম চন্দ্রযান-3 বহন করছে । যার ওজন 1749.86 কেজি । ল্যান্ডারের চাঁদে অবতরণের সম্ভাব্য দিন 23 বা 24 অগস্ট ।

3. ইসরোর চন্দ্রযাত্রার কেন্দ্রে এলভিএম-3 রকেট। এই রকেটই চন্দ্রযান-3-কে পৃথিবীর কক্ষপথের বাইরে পাঠাবে । একে ভারতীয় রকেটের 'বাহুবলী' বলা হয়ে থাকে।

4. রকেটটি লম্বায় 43.5 মিটার । রকেটের দুটি স্তরে কঠিন ও একটি স্তরে তরল জ্বালানি আছে । উৎক্ষেপণের 108 সেকেন্ডের মধ্যে জ্বলবে তরল জ্বালানি ।

5. চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে 70 ডিগ্রি অক্ষাংশে অবতরণ করবে । চন্দ্রযান-3 বিক্রমকে চাঁদে নামানোর পরই বিক্রম থেকে প্রজ্ঞান রোভার বেরোবে । সেখান থেকে বিশেষ ক্যামেরা ঘুরতে শুরু করবে বলে ইসরো সূত্রে খবর।

6. 2019 সালে মিশন চন্দ্রযান-2 ব্যর্থ হলেও অভিযানে পাঠানো অরবিটরটি এখনও চাঁদকে প্রদক্ষিণ করছে । ইসরো সূত্রের খবর, মতুন কোনও অরবিটার চাঁদের কক্ষপথে পাঠানো হবে না ।

7. জ্বালানি সহ মহাকাশযানটির ওজন প্রায় 3 হাজার 900 কেজি । 15 থেকে 20 দিনের মধ্যে চাঁদের কক্ষপথে প্রবেশ করবে মহাকাশযান ৷

আরও পড়ুন:'বিজয়ী ভব'! তৃতীয় চন্দ্রাভিযানের সাফল্য কামনা করে সমুদ্র সৈকতে ভাস্কর্য বালু শিল্পী সুদর্শনের

Last Updated : Jul 14, 2023, 6:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details