কলকাতা, 3 অগস্ট: 'আজাদি কা অমৃত মহোৎসব' (India's 75th Independence Day) উপলক্ষে 'হর ঘর তিরঙ্গা' (Har Ghar Tiranga) অভিযানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিসপ্লে পিকচারে জাতীয় পতাকা সেঁটে নিজে শুরু করেছেন তেরঙা উদযাপন ৷ এ বার সেই জোয়ারে গা ভাসাল বিরোধী কংগ্রেসও (Congress Joins Tricolour Celebration)৷ কথা যখন হচ্ছে দেশ নিয়ে, তখন মোদির দেখানো পথের বিরোধিতায় না গিয়ে তেরঙা উদযাপনে মেতেছে সোনিয়া গান্ধির দলও ৷ তবে একটু অন্য ভাবে ৷
কংগ্রেসের নেতারাও তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিসপ্লে পিকচার বদলেছেন ৷ তবে সেখানে যে ছবি দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে, হাতে জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ৷ কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে সেই ছবি পোস্ট করে হিন্দিতে লেখা হয়েছে, "তেরঙা আমাদের রক্তে রয়েছে, রক্ত হয়ে আমাদের ধমনীতে বইছে ৷ 1929 সালের 31 ডিসেম্বর পণ্ডিত নেহরু যখন ইরাবতী নদীর তীরে তেরঙা উত্তোলন করেন তখন তিনি বলেছিলেন, 'এ বার তেরঙা উত্তোলন হল ৷ এটা আর কোনও ভাবেই নত হওয়া উচিত না'৷" কংগ্রেসের তরফে আরও লেখা হয়েছে যে, "আসুন আমরা সবাই এই তেরঙাকে আমাদের পরিচিতি হিসেবে তৈরি করি, যেটি দেশের অবিভাজিত ঐক্যকে তুলে ধরবে ৷ জয় হিন্দ ৷"