পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Indians Died in Air Accident : আকাশপথে প্রাণ হারিয়েছেন যে সকল ভিআইপি - Indians who lost their life in Aircraft Crash

চপার দুর্ঘটনায় প্রয়াত চিফ অফ ডিভেন্স স্টাফ বিপিন রাওয়াত (General Bipin Rawat Dies in Helicopter Crash) ৷ আকাশপথে একইভাবে প্রাণ গিয়েছে দেশের বেশ কয়েকজন ভিআইপি-র ৷

Indians Died in Air Accident
প্রাণ হারিয়েছেন যেসব ভারতীয়

By

Published : Dec 8, 2021, 10:52 PM IST

নয়াদিল্লি, 8 ডিসেম্বর : কপ্টার দুর্ঘটনায় প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত ৷ তামিলনাড়ুর কুন্নুরের কাছে দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে বায়ুসেনার হেলিকপ্টার (Mi-17V-5 Military Transport Helicopter Crash) ৷ দুর্ঘটনাগ্রস্ত ওই হেলিকপ্টারেই সওয়ার ছিলেন ভারতের তিন সামরিক বাহিনীর প্রধান বিপিন রাওয়াত (CDS Bipin Rawat) ৷ যদিও শুধু বিপিন রাওয়াতই নন, এর আগেও আকাশপথে ঘটা দুর্ঘটনায় ভারত হারিয়েছে দেশের বেশ কিছু কৃতি সন্তানকে ৷

  • সঞ্জয় গান্ধী (Sanjay Gandhi) : 23 জুন, 1980 সালে এয়ারপোর্ট থেকে টেক অফের পরেই দুর্ঘটনায় পড়ে তাঁর বিমান ৷ ঘটনাস্থলেই মারা যান ইন্দিরা গান্ধীর ছেলে ৷
  • সুরেন্দ্র নাথ (Surendra Nath): 9 জুলাই, 1994 সালে হিমাচল প্রদেশে বিমান দুর্ঘটনায় পড়েন পঞ্জাবের রাজ্যপাল ৷ পরিবারের ন'জন সদস্য-সহ দুর্ঘটনাস্থলেই মারা যান সুরেন্দ্র নাথ ৷
  • এনভিএন সোনু (NVN Somu) : 14 নভেম্বর, 1997 সালে অরুনাপ্রদেশের তাওয়াঙে ভেঙে পড়ে তাঁর হেলিকপ্টার ৷ মৃত্যু হয় দেশের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রীর ৷
  • মাধবরাও সিন্ধিয়া (Madhav Rao Scindia) : বিমান দুর্ঘটনা প্রাণ নিয়েছে মধ্যপ্রদেশের সিন্ধিয়া বংশের অন্যতম সদস্যরও ৷ 30 সেপ্টেম্বর, 2001 সালে কানপুরের কাছে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় এই কংগ্রেস নেতার ৷ একই বিমানে ছিলেন 4 নামজাদা সাংবাদিকও ৷ ঘটনাস্থলেই মারা যান তাঁরাও ৷

আরও পড়ুন : Military Chopper Crash : 6 বছর আগেও একইভাবে বিমান দুর্ঘটনায় পড়েছিলেন সেনাপ্রধান

  • ডেরা নাটুং (Dera Natung) : 2001 সালের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান অরুণাচলের শিক্ষামন্ত্রী ৷
  • জিএমসি বাল্যগি (GMC Balyogi) : 3 মার্চ, 2002 সালে কপ্টার দুর্ঘটনায় প্রয়াত হন লোকসভার স্পিকার জিএমসি বাল্যগি ৷ অন্ধ্র প্রদেশের টিডিপির গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তিনি ৷
  • রাজশেখর রেড্ডি (Y S Rajasekhara Reddy) : একই বছরের সেপ্টেম্বরে কপ্টার দুর্ঘটনায় মারা যান অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ৷
  • দোর্জি খাণ্ডু (Dorji Khandu): 2011 সালের 30 এপ্রিল কপ্টার দুর্ঘটনায় মারা যান অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ৷ অরুণাচলের তাওয়াঙে তাঁর কপ্টার ভেঙে পড়ে ৷

ABOUT THE AUTHOR

...view details