পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Aarohi Pandit : জাহাঙ্গির টাটার স্বপ্নের উড়ানে এবার আরোহী, ইতিহাস লেখার পথে ভারতের মেয়ে - Tata Airlines

জেআরডি টাটার স্মৃতি বিজড়িত ওই বিমানটি ছিল ব্রিটিশ প্রযুক্তিতে তৈরি এক ইঞ্জিন বিশিষ্ট ডি হাভিল্যান্ড পাস মথ এয়ারক্র্যাফ্ট, যা কি না দেখতে খানিকটা পতঙ্গাকৃতির ৷ আজ থেকে 89 বছর আগে করাচি থেকে আকাশপথ ধরে মুম্বই ফিরেছিলেন জেআরডি টাটা, সেই পথ ধরেই রওনা দেবেন আরোহী ৷

Indian Woman pilot Aarohi Pandit to fly JRD Tata's first miden flight
স্বপ্নের উড়ানে এ বার আরোহী

By

Published : Oct 14, 2021, 10:25 PM IST

ভুজ, 14 অক্টোবর: প্রায় সাত দশকের লড়াইয়ের টাটার কাছে ‘ঘর ওয়াপসি’ হয়েছে এয়ার ইন্ডিয়ার । এবার জাহাঙ্গির রতনজি দাদাভাই টাটার (জেআরডি টাটা) স্বপ্নের উড়ানে চেপেই ইতিহাস রচনা করতে চলেছেন প্রশান্ত এবং আটলান্টিক পেরনো বিশ্বের প্রথম মহিলা পাইলট আরোহী পণ্ডিত ৷ 1932 সালে সাবেক টাটা এয়ারলাইন্স-এর যে বিমানে চেপে করাচি থেকে মুম্বই পর্যন্ত প্রথম বাণিজ্যিক উড়ানে সম্পূর্ণ করেন জেআরডি টাটা, শুক্রবার সেই লাইট স্পোর্টস এয়ারক্র্যাফ্ট (এলএসএ) বিমানে চেপে একাই গুজরাতের ভুজ থেকে মুম্বইয়ের জুহু বিমানবন্দর পর্যন্ত যাত্রা করবেন আরোহী ৷

আরও পড়ুন: Fuel Price Hike: নবমীতে কলকাতায় লিটার প্রতি পেট্রল 105.43 টাকা, ডিজেলও সেঞ্চুরি হাঁকানোর পথে

জেআরডি টাটার স্মৃতি বিজড়িত ওই বিমানটি ছিল ব্রিটিশ প্রযুক্তিতে তৈরি এক ইঞ্জিন বিশিষ্ট ডি হাভিল্যান্ড পাস মথ এয়ারক্র্যাফ্ট, যা কি না দেখতে খানিকটা পতঙ্গাকৃতির ৷ আজ থেকে 89 বছর আগে করাচি থেকে আকাশপথ ধরে মুম্বই ফিরেছিলেন জেআরডি টাটা, সেই পথ ধরেই রওনা দেবেন আরোহী ৷ ভারতীয় মহিলা পাইলট সংগঠনের তরফে এই উদ্যোগ গৃহীত হয়েছে ৷

আরও পড়ুন: Liquor : ‘তৃষ্ণার্ত’ বিহারে মদের ছিটেয় বেঁচে উঠল ট্রান্সফর্মার !

আমেদাবাদের সুমেরু এভিয়েশন সার্ভিসেস-এর ম্যানেজিং ডিরেক্টর মেহুল জোশীর সঙ্গে যোগাযোগ করা হলে, ফোনে ইটিভি ভারতকে তিনি জানান, আরোহীর 500 নটিক্যাল মাইল যাত্রাপথে 60 লিটার পেট্রল খরচ হবে ৷ সময় লাগবে 5 ঘণ্টা ৷ ভারত এবং পাকিস্তানকে সংযোগকারী কচ্ছের মাধপর গ্রামের মহিলারা মিলে ভুজ বিমানবন্দরে যে রানওয়েটি তৈরি করেছিলেন, সেটি থেকেই মুম্বই রওনা দেবেন আরোহী ৷

ABOUT THE AUTHOR

...view details