নয়াদিল্লি, 23 ফেব্রুয়ারি :দেশে ফিরল ভারতীয় পড়ুয়ারা ৷ বুধবার ভোরে কিয়েভ থেকে ইস্তানবুল হয়ে দিল্লি পৌঁছান প্রায় 242 জন ভারতীয় মেডিক্যাল ছাত্রছাত্রী (Special flight of Air India from Ukraine arrives in Delhi) ৷
দিল্লিতে নেমে বেশির ভাগ ছাত্রছাত্রীই জানিয়েছেন, তাঁরা কিয়েভ-এ ভারতীয় দূতাবাসের (Indian embassy in Kyiv) পরামর্শ শুনে দেশে ফিরেছে ৷ এক ছাত্র জানান, দেশে ফিরে তিনি আনন্দিত ৷ এখনও আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি ৷ শুধু ভারতীয় দূতাবাস আপাতত ইউক্রেন ছাড়ার কথা জানিয়েছে, তাই তিনি ভারতে ফিরে এসেছেন ৷ এই মেডিক্যাল পড়ুয়ারা বেশির ভাগই দিল্লি ও গুজরাতের বাসিন্দা ৷
আরও পড়ুন :Indians in Kyiv to Return : ইউক্রেনে থাকা ভারতীয়দের দেশে ফেরার কথা জানাল বিদেশ মন্ত্রক
ইউক্রেন ঘিরে রাজনৈতিক অস্থিরতা বেড়ে চলেছে ৷ তাই মঙ্গলবার ভারতীয় দূতাবাসের তরফে ইউক্রেনে থাকা ভারতীয় ছাত্রছাত্রীদের দেশে ফিরে আসার কথা জানানো হয় ৷ সোমবার রাশিয়া পূর্ব ইউক্রেনের দু'টি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলের স্বাধীনতা ঘোষণা করেছে ৷
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে ৷ আগেই একটি টুইট করে বিমান কর্তৃপক্ষ জানানো হয়েছিল, 22, 24 এবং 26 ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়ার ভারত-ইউক্রেন 3টি বিমান চালু থাকবে ৷ বুকিংয়ের জন্য বুকিং অফিস, ওয়েবসাইট, কল সেন্টার এবং ট্র্যাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে ৷