নয়াদিল্লি, 28 ফেব্রুয়ারি : পাঁচদিন ধরে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ইউক্রেনে আটকে রয়েছেন প্রায় 15 হাজার ভারতীয় ৷ যাঁদের সিংহভাগই পড়ুয়া ৷ ভারত সরকার তাঁদের ফিরিয়ে আনার আশ্বাস দিলেও, ক্রমশ জটিল হচ্ছে সেই প্রক্রিয়া ৷ এরই মাঝে অভিযোগ উঠেছে, রোমানিয়া ও পোল্যান্ড সীমান্তে সেনার হাতে নিগৃহীত হতে হয়েছে ভারতীয় পড়ুয়াদের (Indian students harrasmnet in Ukraine) ৷ এমনকি ছাত্রীদের হেনস্থার অভিযোগও উঠেছে ৷
ইউক্রেনে আটকে পড়া ভারতীয় রোমানিয়া, হাঙ্গেরি ও পোল্যান্ড সীমান্ত দিয়ে উদ্ধারের কথা আগেই জানিয়েছিল বিদেশ মন্ত্রক ৷ হাঙ্গেরি ও রোমানিয়া হয়ে ইতিমধ্যেই প্রায় হাজার পড়ুয়াকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে ৷ তবে পোল্যান্ড সীমান্তে কাতারে কাতারে ইউক্রেনবাসী দেশ ছাড়ার জন্য ভিড় জমানোয় সেখান থেকে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে ৷ সীমান্তে পৌঁছেও আটকে থাকতে হচ্ছে অনেককে ৷ তবে ভারতীয় দূতাবাসের তরফে রবিবার যে নির্দেশিকা জারি হয়েছিল, সেখানেও ফের এই তিন দেশের সীমান্ত ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছিল পড়ুয়াদের ৷ রবিবার গভীর রাতে আরও একটি নয়া নির্দেশিকা জারি হয় পোল্যান্ড ও লিথুয়ানিয়ার ভারতীয় দূতাবাসের তরফে ৷ সেখানে বলা হয়, ইউক্রেনের সেহেনি থেকে পোল্যান্ড সীমান্তে আসতে 10টি বাসের ব্যবস্থা করা হয়েছে ৷