পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

10 বছরের সম্মানীয় ইউএই গোল্ডেন ভিসা পেলেন ভারতীয় ছাত্র

ব্যতিক্রমী ছাত্র হিসেবে কেরালার এক ছাত্রকে সম্মানীয় 10 বছরের গোল্ডেন ভিসা দিল সংযুক্ত আরব আমিরশাহী সরকার ৷ এই সম্মান পেয়ে তিনি দারুণ খুশি ৷

indian-student-gets-10-year-uae-golden-visa
সম্মানীয় 10 বছরের ইউএই গোল্ডেন ভিসা পেলেন ভারতীয় ছাত্র

By

Published : May 30, 2021, 7:57 PM IST

দুবাই, 30 মে : সংযুক্ত আরব আমিরশাহীর সম্মানীয় 10 বছরের গোল্ডেন ভিসা পেলেন এক ভারতীয় ছাত্র ৷ মেধা আর শিক্ষাগত যোগ্যতার নিরিখে বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্বকে এই ভিসা দেওয়া হয় ৷

খালিজ টাইমস জানিয়েছে, ব্যতিক্রমী ছাত্র বিভাগে গোল্ডেন ভিসা পেয়েছেন কেরালার তসনীম আসলাম ৷ তাঁকে 2031 সাল পর্যন্ত সে দেশে থাকার অনুমতি দেওয়া হয়েছে ৷ কোনও স্পনসর ছাড়াই যাতে বিদেশিরা ইউএই-তে থেকে কাজ বা পড়াশোনা করতে পারে, সে জন্য 2019 সালে দীর্ঘমেয়াদি বসবাসযোগ্য ভিসার নয়া ব্যবস্থা এনেছিল সে দেশের সরকার ৷ 5 অথবা 10 বছরের জন্য গোল্ডেন ভিসা দেওয়া হয় ৷ পরে নিজে থেকেই তার মেয়াদ পুনর্নবীকরণ হয় ৷

এই সম্মান পাওয়ার পর তসনীম বলেছেন, "এটা আমার জীবনের সেরা মুহূর্ত ৷ ঈশ্বরকে ধন্যবাদ জানাই ৷ আমার বাবা-মা সবসময় আমার পাশে ছিল ৷ আশা করছি আগামী দিনে তাঁদের সব খরচ আমি চালাতে পারব ৷"

আরও পড়ুন:প্রধানমন্ত্রীর কুর্সিতে সাত বছর, করোনার কাঁটা উপড়ে ক্যারিশমা টেকানোই চ্যালেঞ্জ মোদির

সম্প্রতি বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তও গোল্ডেন ভিসা পেয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details