মথুরা, 11 ডিসেম্বর: দু'দশকেরও বেশি সময় ধরে আইন লড়াই চালিয়ে ফিরে পেলেন 20 টাকা এবং তৎসহ সুদ ৷ মথুরার এক আইনজীবী 22 বছর ধরে কনজিউমার ফোরামে ভারতীয় রেলওয়ের বিরুদ্ধে আইনি যুদ্ধ করেন ৷ শেষে ক্রেতা সুরক্ষার রায় তাঁর পক্ষেই গিয়েছে (Advocate from UPs Mathura wins 22 year legal battle over Rs 20 against Indian Railways) ৷
সূত্রে জানা গিয়েছে, 1999 সালের 25 ডিসেম্বর তুঙ্গনাথ চতুর্বেদী মথুরা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে (Mathura Cantt railway station) থেকে মোরাদাবাদ যাওয়ার টিকিট কাটেন ৷ তিনি কাউন্টারে দু'টি টিকিট চেয়েছিলেন ৷ বুকিং ক্লার্ক তাঁকে 90 টাকা দিতে বলেন ৷ অথচ মোরাদাবাদ যাওয়ার ট্রেনের (train to Moradabad) ভাড়া জনপিছু 35 টাকা ৷ তাই তুঙ্গনাথের 70 টাকা দেওয়ার কথা ৷ কিন্তু তাঁকে 90 টাকা দিতে হয় ৷
উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা পেশায় আইনজীবী তুঙ্গনাথ ক্লার্কের থেকে 20 টাকা ফেরত চান ৷ কিন্তু বুকিং ক্লার্ক তা দিতে অস্বীকার করেন ৷ এর মধ্যে স্টেশনে ট্রেন চলে আসায় চতুর্বেদীকে ট্রেনে উঠে পড়তে হয় এবং তিনি মোরাদাবাদের উদ্দেশ্যে রওনা দেন ৷ পরে তিনি কনজিউমার ফোরামে ভারতীয় রেলওয়ের বিরুদ্ধে অতিরিক্ত চার্জ নেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন ৷ মামলায় উত্তর-পূর্ব রেলওয়ে গোরখপুর এবং মথুরা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের ওই বুকিং ক্লার্ককে পার্টি করা হয় ৷