পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 5, 2021, 2:12 PM IST

ETV Bharat / bharat

Shri Ramayan Yatra : ধর্মীয় পর্যটনে জোর, 17 দিনে দেশ দেখাবে ‘শ্রী রামায়ণ যাত্রা’

ধর্মীয় পর্যটনে জোয়ার আনতে তৎপর ভারত সরকার ৷ ‘দেখো আপনা দেশ’ বা ‘নিজের দেশ দেখ’ প্রকল্পের আওতায় 17 দিনের জন্য ‘শ্রী রামায়ণ যাত্রা’র আয়োজন করছে আইআরসিটিসি ৷ আগামী 7 নভেম্বর দিল্লির সফদরজং রেল স্টেশন থেকে শুরু হবে সফর ৷ যাবতীয় কোভিডবিধি মেনেই যাত্রীদের ট্রেনে সওয়ার হতে হবে ৷

Indian Railways to conduct 17 days 'Shri Ramayan Yatra'
Shri Ramayan Yatra : ধর্মীয় পর্যটনে জোর, 17 দিনে দেশ দেখাবে ‘শ্রী রামায়ণ যাত্রা’

নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর : ‘দেখো আপনা দেশ’ বা ‘নিজের দেশ দেখ’ ৷ ধর্মীয় পর্যটনে জোয়ার আনতে এই প্রকল্প হাতে নিয়েছে ভারত সরকার (Government of India) ৷ তারই আওতায় এবার 17 দিনের জন্য ‘শ্রী রামায়ণ যাত্রা’র আয়োজন করছে আইআরসিটিসি (Indian Railways Catering and Tourism Corporation) ৷ বাতানুকূল ডিলাক্স কামরায় দেশের নানা প্রান্ত ঘোরানো হবে যাত্রীদের ৷

আরও পড়ুন :দার্জিলিংয়ে চালু টয়ট্রেনের জয় রাইড, খুশির হাওয়া পর্যটন শিল্পে

আগামী 7 নভেম্বর দিল্লির সফদরজং রেল স্টেশন থেকে শুরু হবে এই শ্রী রামায়ণ যাত্রা ৷ রামায়ণের বর্ণনা অনুসারে ভারতের যে জায়গাগুলির সঙ্গে রামের সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়, সেই সব জায়গাই যাত্রীদের ঘোরানো হবে রেলপথে ৷ পুরোটা ঘুরতে সময় লাগবে 17 দিন ৷ যাত্রাপথের মোট দৈর্ঘ্য প্রায় 7 হাজার 500 কিলোমিটার ৷ এই সফরে যাঁরা যোগ দেবেন, তাঁদের অযোধ্য়ায় রাম জন্মভূমি এবং হনুমান মন্দির ঘুরিয়ে দেখানো হবে ৷ এছাড়া, নন্দীগ্রামে বলরামের মন্দিরেও যেতে পারবেন তাঁরা ৷

অযোধ্যার পর এই বিশেষ ট্রেনের পরবর্তী গন্তব্য হবে বিহারের সীতামারি ৷ এখান থেকে সড়কপথে যাত্রীদের নেপালের জনকপুরের রাম-জানকী মন্দিরে নিয়ে যাওয়া হবে ৷ রামভক্তরা এই স্থানকেই সীতার জন্মভূমি বলে বিশ্বাস করেন ৷ সীতামারি থেকে ট্রেন পৌঁছবে বারাণসী ৷ পর্যটকরা বারাণসী, প্রয়াগ, শ্রীংভেরপুর এবং চিত্রকূটের সমস্ত মন্দির ঘুরে দেখার সুযোগ পাবেন ৷ সড়কপথে তাঁদের এইসব জায়গা ঘুরিয়ে দেখানো হবে ৷ বারাণসী, প্রয়াগ এবং চিত্রকূটে পর্যটকদের রাত্রিবাসের ব্যবস্থাও থাকবে ৷

এরপর ট্রেন থামবে নাসিকে ৷ পর্যটকদের ত্রয়ম্বকেশ্বরের মন্দির এবং পঞ্চবটী ঘুরিয়ে দেখানো হবে ৷ নাসিকের পর ট্রেন পৌঁছে যাবে হাম্পিতে ৷ যা রামায়ণে বর্ণিত কিষকিন্ধ্যা শহর বলেই বিশ্বাস করেন ধর্মপ্রাণ হিন্দুরা ৷ তাঁদের মতে, এখানেই জন্ম হয়েছিল রামায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হনুমানের ৷ এখানে বেশ কিছু মন্দির আছে ৷ সেগুলো ঘুরে দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা ৷ এই একই ট্রেনে চড়ে রামেশ্বরমেও পৌঁছে যেতে পারবেন তাঁরা ৷ এটাই হবে শ্রী রামায়ণ যাত্রার শেষ গন্তব্য ৷

এবার আসা যাক যে ডিলাক্স বাতানুকূল কামরায় চড়ে দর্শকরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন তার কথায় ৷ রেল সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনে থাকছে দু’টি অত্যাধুনিক ফাইন ডাইনিং রেস্তরাঁ, একটি বিশাল রান্নাঘর, শাওয়ার-সহ স্নানঘর, সেন্সরে সাড়া দেয় এমন শৌচালয়-সহ নানা পরিষেবা ৷ ফার্স্ট এসি এবং সেকেন্ড এসি কামরায় ভাগ করে পর্যটকদের থাকার এবং ঘোরার ব্যবস্থা থাকবে ৷ নিরাপত্তার জন্য থাকবে অসংখ্য সিসি ক্যামেরা ৷ তাছাড়া, প্রত্যেকটি কামরায় মোতায়েন থাকবেন সশস্ত্র নিরাপত্তাকর্মীরাও ৷

আরও পড়ুন :Motilal Roy : বিপ্লবী মতিলালের রায়ের প্রবর্তক সংঘকে সংগ্রহশালা ও পর্যটনকেন্দ্র গড়ার আর্জি

তবে, এত কিছু পেতে হলে পকেটের রেস্তও খসাতে হবে ভালই ৷ ফার্স্ট এসি কামরায় জন প্রতি এই যাত্রার খরচ 1 লক্ষ 2 হাজার 95 টাকা ৷ আর সেকেন্ড এসি কামরায় চড়তে গেলে এক-একজনকে দিতে হবে 82 হাজার 950 টাকা ৷ যাবতীয় কোভিডবিধি মেনেই যাত্রীদের ট্রেনে সওয়ার হতে হবে ৷ 18 বছরের বেশি বয়সীদের জন্য টিকার দু’টি ডোজ এক্ষেত্রে বাধ্যতামূলক ৷ এছাড়া, আইআরসিটিসি-র তরফে প্রত্যেক যাত্রীকে একটি করে সেফটি কিট দেওয়া হবে ৷ তাতে মাস্ক, দস্তানা এবং স্যানিটাইজার থাকবে ৷

ABOUT THE AUTHOR

...view details