নয়াদিল্লি, 21 মে : আরও এক মাইলস্টোন ছুঁল ভারতীয় রেল ৷ দেশ জুড়ে 1118 মেট্রিক টন মেডিক্যাল অক্সিজেন সরবরাহ করা হল রেলের তরফে ৷ যা এখনও পর্যন্ত একদিনে অক্সিজেন এক্সপ্রেসে সবচেয়ে বেশি পরিমাণ মেডিক্যাল অক্সিজেন সরবরাহের রেকর্ড গড়েছে ৷
প্রসঙ্গত, এখনও পর্যন্ত প্রত্যেক দিন গড়ে 800 মেট্রিক টন অক্সিজেন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছিল রেলমন্ত্রক ৷ ভারতীয় রেলের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত 208টি অক্সিজেন এক্সপ্রেসে দেশের বিভিন্ন রাজ্যে 814টি ট্যাঙ্কারে 13 হাজার 319 মেট্রিক টন অক্সিজেন পৌঁছে দেওয়া হয়েছে ৷ এছাড়াও বর্তমানে 13টি অক্সিজেন এক্সপ্রেসে 1018 মেট্রিক টন মেডিক্যাল অক্সিজেন পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন রাজ্যে ৷