ফৈজাবাদ (পাকিস্তান), 12 অগস্ট : স্বাধীনতার 75 বছর (75 Years of Independence) পর পুনর্মিলন হল দুই ভাইয়ের ৷ দেশভাগের সময় পঞ্জাবের ভাটিন্ডা থেকে সিকা খান ও সাদিক খান নামে এই দুই ভাই আলাদা হয়ে যান ৷ সিকা থেকে যান ভারতে (India) ৷ আর সাদিক চলে যান পাকিস্তানে (Pakistan) ৷ তার পর চলতি বছরের গোড়ার দিকে রিইউনিয়ন হয় দুই ভাইয়ের ৷
দেশভাগের সময় সাম্প্রদায়িক হিংসার মুখে পড়তে হয়েছিল সিকা-সাদিকের পরিবারকে ৷ তখন সাদিকের বয়স 10 ৷ আর সিকা ছ’মাসের শিশু ৷ সেই সময়ই তাঁদের বাবা ও বোন খুন হন ৷ সেই শোকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন মা ৷ তার পর থেকে গ্রামবাসী ও আত্মীয়দের সহায়তাতেই বড় হয়েছেন সিকা ৷
তিনি শুধু জানতেন যে তাঁর দাদা আছে৷ দেশভাগের পর থেকে যাঁকে আর পাওয়া যায়নি ৷ অনেক পরে তিনি খোঁজ করতে শুরু করেন দাদার ৷ স্থানীয় এক চিকিৎসকের সহায়তায় তাঁর যোগাযোগ হয় পাকিস্তানের এক ইউটিউবার নাসির ধিঁলোর সঙ্গে ৷ ওই ইউটিউবারের মাধ্যমেই তিনি খুঁজে পান দাদা সাদিককে ৷