লন্ডন, 16 নভেম্বর : ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল ব্রিটেনের আদালত ৷ নিজের স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগে 47 বছরের অনিল গিলের জন্য এই শাস্তি ঘোষণা করেছে আদালত ৷ খুন করে নিজেই পুলিশে খবর দিয়েছিল অপরাধী ৷
দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের মিলটন কিনস (Milton Keynes) অঞ্চলে থাকতেন অনিল গিল (Anil Gill) ও তাঁর স্ত্রী রঞ্জিত গিল (Ranjit Gill), যাঁর বয়স 43 ৷ এবছরের জানুয়ারি মাসে টেমস ভ্যালি পুলিশ (Thames Valley Police) অনিলকে খুনের অভিযোগে গ্রেফতার করে ৷
বাড়ির গ্যারেজে মুখে বালিশ ও আবর্জনার ব্যাগ চাপা দেওয়া অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল রঞ্জিতকে ৷ তাঁর গায়ে একাধিক গভীর ক্ষতচিহ্নও ছিল ৷ তদন্তকারী আধিকারিকেরা অনুমান করেন তাঁকে খুন করা হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্টেও জানা যায়, বারে বারে কোপানোর ফলে মৃত্যু হয়েছে রঞ্জিতের ৷ ফেব্রুয়ারি মাসে অনিলের বিরুদ্ধে তার স্ত্রীকে খুনের অভিযোগ আনে পুলিশ ৷ আর শুক্রবার 12 নভেম্বর তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা দেয় লিউটন ক্রাউন আদালত (Luton Crown Court) ৷