নয়াদিল্লি, 22 মার্চ : ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে সেনা পোশাকে থাকা অবস্থাতেই কপালে তিলক কাটার অনুমতি দিল মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স । বর্তমানে এফই ওয়ারেন এয়ারফোর্স বেস, ওয়াইমিংয়ে পোস্টিং এয়ারম্যান দর্শন শাহর ৷ দিনকয়েক আগেই বিভিন্ন অনলাইন গ্রুপে ছড়িয়ে পড়েছিল, শাহ তাঁর ধর্মীয় প্রথা পালনের অনুমতি চাইছেন ৷ তারপরেই বিশ্বজুড়ে সমর্থন পান তিনি । এদিন তাঁকে মার্কিন এয়ারফোর্সের পক্ষ থেকে সেই অনুমতি দেওয়া হয় (US Air Force allowed Darshan Shah to wear Tilak in uniform) ৷
দর্শনকে ধর্মাচরণের এহেন অনুমতি দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে ইউএস এয়ারফোর্স ৷ উচ্ছ্বসিত শাহ বলেন, ‘‘টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউজার্সি, নিউইয়র্কের বন্ধুরা আমাকে এবং আমার বাবা-মাকে শুভেচ্ছা জানাচ্ছে ৷ ওরা এয়ারফোর্সে এরকম কিছু ঘটতে দেখে খুব খুশি ৷ এটা এমন একটা বিষয় যা কেউ আগে কখনও শোনেনি, এমনকি ভাবতেও পারেনি ৷’’
কিন্তু সেনার পোশাকে কপাল তিলক পরা শাহকে দেখে কী প্রতিক্রিয়া সহকর্মীদের ? দর্শন বলেন, ‘‘প্রত্যেকে আমার সঙ্গে হ্যান্ডশেক করছে, হাই-ফাইভ করছে ৷ আমাকে অভিনন্দন জানাচ্ছে ৷ ওরা জানে যে আমি অনুমতি আদায়ের জন্য কতটা চেষ্টা করেছি ।’’