নয়াদিল্লি, 16 ফেব্রুয়ারি: এলপিজি আমদানির (LPG Imports) জন্য অন্ধ্রপ্রদেশের গঙ্গাভারামে আদানি গোষ্ঠী (Adani Group) পরিচালিত বন্দর ব্যবহারে চুক্তি করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian Oil Corporation) ৷ কিন্তু সেই চুক্তির জন্য কোনও বেআইনি লেনদেন হয়নি বলে বৃহস্পতিবার টুইট করে জানিয়ে দিয়েছে আইওসি (IOC) ৷ অন্যান্য বন্দরগুলির সঙ্গে এই নিয়ে যে চুক্তি হয়েছে, তারও তথ্য সেখানে দেওয়া হয়েছে ৷
এই নিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ তুলেছিলেন যে কোনও টেন্ডার ছাড়াই ওই চুক্তি হয়েছে ৷ তিনি এই নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন ৷ তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিবৃতি দিয়েছে আইওসি ৷ সেখানে জানানো হয়েছে যে ওই বন্দর দিয়ে এলপিজি আমদানির জন্য আদানি গোষ্ঠীর সঙ্গে মউ সাক্ষরিত হয়েছে আইওসিএল-এর ৷
মহুয়ার টুইটের জবাবে আইওসি বলেছে যে ভারতের পশ্চিম উপকূলে গুজরাতের কান্ডলা, মুন্দ্রা, পিপাভাভ ও দাহেজ; মুম্বই ও ম্যাঙ্গালোর (কর্নাটক) এবং হলদিয়া (পশ্চিমবঙ্গ), ভাইজাগ (অন্ধ্রপ্রদেশ)-সহ বিভিন্ন বন্দর দিয়ে এলপিজি আমদানি করা হয় ৷
ওই বিবৃতি আরও উল্লেখ করা হয়েছে, আইওসি ভারত জুড়ে এলপিজি সরবরাহের সক্ষমতা বাড়ানোর জন্য নিয়মিতভাবে বিভিন্ন বন্দরের সঙ্গে চুক্তি করে । এলপিজি টার্মিনাল নিয়োগের জন্য সংশ্লিষ্ট সংস্থার পরিকাঠামো খতিয়ে দেখা হয় ৷ তার ভিত্তিতে চুক্তি করা হয় ৷ এর জন্য কোনও দরপত্র আহ্বান করা যাবে না ৷
প্রসঙ্গত, শিল্পপতি গৌতম আদানি (Goutam Adani) ও তাঁর সংস্থা এখন দেশের বিরোধীপক্ষের নিশানায় রয়েছে ৷ আদানিদের সঙ্গে বিজেপির (BJP) যোগসাজশের অভিযোগ উঠছে ৷ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) তো এই সরাসরি তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বিরুদ্ধে ৷ আসলে চলতি বছরের জানুয়ারির শেষে মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ (Hindenburg Research) একটি প্রতিবেদন প্রকাশ করে ৷ সেখানে দাবি করা হয়, শেয়ারের দরে জালিয়াতি করেছে আদানি গোষ্ঠী ৷
বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, বিজেপির বদন্যতায় আদানি গোষ্ঠীর সম্পত্তি বৃদ্ধি হয়েছে ৷ অনৈতিকভাবে তাদের অনেক কিছুর বরাত দেওয়া হয়েছে ৷ এমনকী এলআইসি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির টাকা আদানিদের শেয়ারে বিনিয়োগ করা হয়েছে ৷ তাই পুরো ঘটনার তদন্তের দাবিতে সরব হয়েছে বিরোধীরা ৷ এই নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে ৷
তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদদের মধ্যে এই ইস্যুতে সবচেয়ে বেশি সরব হয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ৷ তিনি লোকসভায় ও সংসদের বাইরে এই নিয়ে সরব হয়েছে ৷ এই নিয়ে একাধিক টুইটও করেছেন ৷ তার মধ্যে একটি বুধবার করা এলপিজির টেন্ডার দুর্নীতির অভিযোগ ৷ ওই টুইটে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরিকেও ট্যাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) দলের সাংসদ ৷
আরও পড়ুন:আদানিদের থেকে মুখ ফেরাচ্ছেন বিনিয়োগকারীরা, কী এমন ঘটল গত 10 দিনে ?