পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Indian Navy Chief: নৌবাহিনীতে মেয়েদেরে কাঁধে আরও দায়িত্ব, জানালেন চিফ অ্যাডমিরাল - চভারত মহাসাগর

চিফ অ্যাডমিরাল আর হরিকুমার (Indian Navy Chief) জানিয়েছেন, নৌবাহিনীর বিভিন্ন বিভাগে মেয়েদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে । তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ।

Indian Navy Chief assures more important roles for women
নৌবাহিনীতে আরও দায়িত্বে মেয়েরা ।

By

Published : Dec 3, 2021, 3:41 PM IST

নয়াদিল্লি, 03 ডিসেম্বর: নৌবাহিনীতে আরও দায়িত্ব পাবেন মেয়েরা । জানালেন চিফ অ্যাডমিরাল আর হরিকুমার (Indian Navy Chief) । তিনি জানিয়েছেন, নৌবাহিনীর বিভিন্ন বিভাগে মেয়েদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে । তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ।

একই সঙ্গে নৌবাহিনীর শক্তি বাড়ানোর কথাও জানান চিফ অ্যাডমিরাল । অতি সম্প্রতি অত্যাধুনিক ডুবোজাহাজ আইএনএস ভেলা হাতে পেয়েছে নৌবাহিনী । তবে উপকূল নিরাপত্তায় কোনও খামতি রাখতে নারাজ তারা । তাই এবার প্ল্যাটফর্ম কেনায় উদ্যোগ শুরু হয়েছে, যাতে যুদ্ধজাহাজ থেকে অস্ত্র ছুড়ে শত্রুপক্ষের মোকাবিলা করতে সুবিধা হয় ।

আরও পড়ুন:WB BJP MPs to demand CAA in PM Meet: রাজ্যে দ্রুত সিএএ বাস্তবায়নের দাবিতে মোদির শরণে বঙ্গ বিজেপি সাংসদরা

শুক্রবার ভারতীয় নৌবাহিনীর চিফ অ্যাডমিরাল সাংবাদিক বৈঠক করেন । সেখানে তিনি জানান, আগামী বছরের মধ্যেই প্রস্তাবিত পরিকাঠামো হাতে চলে আসবে ।

দক্ষিণ চিন সাগর (South China Sea) থেকে ভারত মহাসাগরে চিনের আধিপত্য (Chinese Aggression in Indian Ocean) রুখতে দীর্ঘদিন ধরেই তৎপর ভারত । চিফ অ্যাডমিরাল জানিয়েছেন, চিনের গতিবিধির উপর সর্বক্ষণ নজর রেখে চলেছে নৌসেনা । নিরাপত্তায় (Maritime Security of India) কোনওরকম ঝুঁকি আসতে না দিতে প্রতিশ্রুতিবদ্ধ তাঁরা ।

আরও পড়ুন:UBER-Whats App Partnership : হোয়াটস অ্যাপ এসএমএসেই এবার দুয়ারে পৌঁছে যাবে উবের রাইড

ABOUT THE AUTHOR

...view details