নয়াদিল্লি, ১৪ জুন: এবার করোনায় আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্তদের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করতে চলছে জাতীয় কংগ্রেস । রবিবার এই বিষয়ে দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় । সমগ্র দেশে এই শিবির করা হবে বলে জানানো হয়েছে কংগ্রেসের তরফে ।
আগামী কয়েকদিনের মধ্যেই এই শিবিরের বিষয়ে দেশের সমস্ত দলীয় কর্মীদের চিঠি দিতে চলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল । তিনি জানিয়েছেন, এই শিবিরের মাধ্যমে জরুরি পরিষেবা পৌঁছে দেওয়া হবে ফ্রন্ট লাইন ওয়ার্কার এবং করোনা ক্ষতিগ্রস্তদের যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন । সেই সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহ করবেন দলীয় কর্মীরা । দেশের সমস্ত প্রদেশ কমিটিকে কর্মী নিষুক্ত করতে এই বিষয়ে নির্দেশিকা পাঠানো হবে । তাদের মাধ্যমে পরিষেবা পৌঁছে দেওয়া হবে শহর, মফঃস্বল এবং গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের ।