পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনায় ক্ষতিগ্রস্তদের বিষয়ে তথ্য সংগ্রহ করবে কংগ্রেস

এবার করোনায় আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্তদের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করতে চলছে জাতীয় কংগ্রেস । রবিবার এই বিষয়ে দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় ৷

congress
করোনায় ক্ষতিগ্রস্তদের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করবে কংগ্রেস

By

Published : Jun 14, 2021, 9:56 AM IST

নয়াদিল্লি, ১৪ জুন: এবার করোনায় আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্তদের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করতে চলছে জাতীয় কংগ্রেস । রবিবার এই বিষয়ে দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় । সমগ্র দেশে এই শিবির করা হবে বলে জানানো হয়েছে কংগ্রেসের তরফে ।

আগামী কয়েকদিনের মধ্যেই এই শিবিরের বিষয়ে দেশের সমস্ত দলীয় কর্মীদের চিঠি দিতে চলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল । তিনি জানিয়েছেন, এই শিবিরের মাধ্যমে জরুরি পরিষেবা পৌঁছে দেওয়া হবে ফ্রন্ট লাইন ওয়ার্কার এবং করোনা ক্ষতিগ্রস্তদের যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন । সেই সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহ করবেন দলীয় কর্মীরা । দেশের সমস্ত প্রদেশ কমিটিকে কর্মী নিষুক্ত করতে এই বিষয়ে নির্দেশিকা পাঠানো হবে । তাদের মাধ্যমে পরিষেবা পৌঁছে দেওয়া হবে শহর, মফঃস্বল এবং গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের ।

আরও পড়ুন: আবারও ফোনে আড়ি পাতার অভিযোগ, ফাটল রাজস্থান কংগ্রেসে

স্থানীয় দলীয় নেতা-কর্মীরা করোনায় আক্রান্ত এবং করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলবে । তাঁদের প্রয়োজন অনুযায়ী পরিষেবা পৌঁছে দেবে । এই কাজে তাঁরা প্রত্যেকের বাড়ি বাড়ি যাবে এবং তথ্য সংগ্রহ করে পরিষেবা পৌঁছে দেবে । আগামী ৩০ দিনের মধ্যে তাঁরা ৩ কোটি মানুষের বিষয়ে তথ্য সংগ্রহ করবেন । সেই তথ্য সংগ্রহ করে রাখা হবে কন্ট্রোল রুমে । কয়েকদিন আগে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ভারত সরকারের বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ করেছিলেন । সেই পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ কংগ্রেস নেতৃত্বের ।

ABOUT THE AUTHOR

...view details