নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর:ভারত এবং কানাডার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্য়েই ভারতের বিদেশমন্ত্রক ভ্রমণ বিষয়ক নির্দেশিকা জারি করেছে ৷ কানাডায় থাকা সমস্ত ভারতীয় নাগরিকদের এবং যারা কানাডায় যাওয়ার কথা ভাবছেন, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্যও বিদেশ মন্ত্রকের তরফে অনুরোধ করা হয়েছে বলে খবর। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, দু'দেশের মধ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের প্রতিক্রিয়া হিসাবে ভারতীয় কূটনীতিক এবং ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্য করে হুমকি দেওয়া হচ্ছে ৷ যারা মূলত ভারত বিরোধী অ্যাজেন্ডার বিরোধিতা করছিল।
ভারতের বিদেশ মন্ত্রক কানাডায় ভারতীয় নাগরিকদের মধ্যে সতর্কতার প্রয়োজনীয়তা তুলে ধরে ইতিমধ্যেই একটি বিবৃতি জারি করেছে। যেখানে বলা হয়েছে, "কানাডায় ক্রমবর্ধমান ভারত-বিরোধী কার্যকলাপ এবং রাজনৈতিক ঘৃণামূলক অপরাধ এবং হিংসার পরিপ্রেক্ষিতে, সেখানকার সমস্ত ভারতীয় নাগরিক এবং যারা সেই দেশে ভ্রমণের কথা ভাবছেন তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে।" মন্ত্রক সূত্রে খবর, এই পরামর্শের লক্ষ্য ক্রমবর্ধমান উত্তেজনার মুখে কানাডায় বসবাসকারী বা ভ্রমণরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা ৷
একই সঙ্গে, কানাডার বিভিন্ন এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থানগুলি এড়িয়ে চলার উপরও জোর দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে ৷ এর উদ্দেশ্য ভারতীয় নাগরিকদের সম্ভাব্য অস্থির পরিস্থিতি থেকে দূরে রাখা এবং বিদেশে থাকাকালীন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা। ভারত সরকার কানাডায় তাদের নাগরিকদের সুরক্ষার জন্য সক্রিয় পদক্ষেপ নিচ্ছে, বিশেষ করে ভারতীয় কূটনীতিক এবং সম্প্রদায়ের সদস্যরা যারা ভারত বিরোধী অ্যাজেন্ডার লাগাতার বিরোধিতা করে হুমকির সম্মুখীন হতে হচ্ছে ৷