পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Harpal Randhawa Died: বিমান দুর্ঘটনায় মৃত ভারতীয় ধনকুবের হরপাল রনধাওয়া - কয়লা উৎপাদনকারী

জিম্বাবোয়ের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, রিওজিমের মালিক হরপাল রনধাওয়া, সোনা ও কয়লা উৎপাদনকারী এক খনি সংস্থার পাশাপাশি নিকেল ও তামা পরিশোধনকারী সংস্থার কর্ণদার । তাঁর ছেলে আমের কবীর সিং রনধাওয়া এবং আরও চারজনে মৃত্যু হয় যখন জাভামাহান্দে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়ে ভেঙে পড়ে।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 11:08 PM IST

জোহানেসবার্গ, 2 অক্টোবর:ভারতীয় ধনকুবের হরপাল রনধাওয়া এবং তাঁর 22 বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছেন। তাদের ব্যক্তিগত বিমান প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হওয়ার পর দক্ষিণ-পশ্চিম জিম্বাবোয়ের একটি হীরার খনির কাছে ভেঙে পড়ে । বিমান দুর্ঘটনায় মোট 6 জনের মৃত্যু হয় । এর মধ্যে হরপাল রনধাওয়া এবং তাঁর ছেলেও ছিলেন বলে জানা গিয়েছে।

জিম্বাবোয়ের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, রিওজিমের মালিক হরপাল রনধাওয়া, সোনা ও কয়লা উৎপাদনকারী এক খনি সংস্থার পাশাপাশি নিকেল ও তামা পরিশোধনকারী সংস্থার কর্ণধার । তাঁর ছেলে আমের কবীর সিং রনধাওয়া এবং আরও চারজনে মৃত্যু হয় যখন জাভামাহান্দে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়ে ভেঙে পড়ে।

শুক্রবার যখন মর্মান্তিক ঘটনাটি ঘটে তখন রিওজিমের মালিকানাধীন কেসনা 206 বিমানটি হারারে থেকে মুরোওয়া হীরের খনির দিকে যাচ্ছিল। একটি ইঞ্জিনযুক্ত বিমানটি মুরোওয়া হীরের খনির কাছে ভেঙে পড়ে বলে খবর । এর অর্ধেক মালিকানা রিওজিম। বিমানটি আচমকাই প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয়েছিল । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বিমানের ইঞ্জিনের মধ্যে হাওয়া ঢুকে য়াওয়ায় বিস্ফোরণ হয়, এর ফলেই জাভামাহান্দে অঞ্চলের পিটার ফার্মে পড়ে যায় ।

এই দুর্ঘটনায় বিমানে থাকা সকল যাত্রী ও ক্রু প্রাণ হারিয়েছে বলে জানা গিয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন দৈনিক পত্রিকা দ্য হেরাল্ড পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন বিদেশী এবং বাকি দুইজন জিম্বাবোয়ের নাগরিক। জিম্বাবোয়ে পুলিশ বিমান দুর্ঘটনার রিপোর্ট দিয়েছে, যা 29 সেপ্টেম্বর সকাল সাড়ে সাতটা থেকে সকাল আটটার মধ্যে ঘটেছিল । যেখানে ছয় জনের মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ ।

মুরোওয়া ডায়মন্ড কোম্পানি (রিওজিম)-এর মালিকানাধীন সাদা এবং লাল জেডক্যাম বিমানটি সকাল ছ'টায় হারারে থেকে খনির উদ্দেশ্যে রওনা হয়েছিল । মাশাভা থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে এটি ভেঙে পড়ে বলে খবর । রিওজিমও দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছে । তারা জানিয়েছে, ঘটনার আরও তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে । নিহতদের নাম পুলিশ এখনও প্রকাশ করেনি তবে সাংবাদিক এবং চলচ্চিত্র নির্মাতা হোপওয়েল চিনোনো, যিনি রান্ধাওয়ার বন্ধু ছিলেন, তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চিনোনো এক্স হ্যান্ডেলে লিখেছেন, "রিওজিমের মালিক হরপাল রনধাওয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত । জাভিশাভেনে একটি বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু গেছেন। তাঁর ছেলে-সহ আরও পাঁচজন যিনি নিজেও একজন পাইলট ছিলেন কিন্তু এই ফ্লাইটের একজন যাত্রীও দুর্ঘটনায় মারা গিয়েছেন । আমার চিন্তা তাঁর স্ত্রী, পরিবার, বন্ধুবান্ধব এবং রিওজিম সম্প্রদায়ের জন্য।"

আরও পড়ুন: মেক্সিকোয় গির্জার ছাদ ধসে 10 জনের মৃত্যু, আহত 60; চলছে উদ্ধারকাজ

রিওজিম কোম্পানির সেক্রেটারি বলেন, "একটি পূর্ণ বিবৃতি জারি করা হবে। আমি এই মুহূর্তে মিডিয়াকে সম্বোধন করার অবস্থানে নেই। তবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটি বিবৃতি জারি করব ।" রান্ধাওয়া ইউএসডি-4 বিলিয়ন প্রাইভেট ইক্যুইটি ফার্ম জিইএম হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ছিলেন। এদিকে, স্থানীয় সম্প্রদায় এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলি বিমান দুর্ঘটনার পরের পরিস্থিতি পরিচালনা করতে একযোগে কাজ করছে। (সংবাদ সংস্থা)

ABOUT THE AUTHOR

...view details