জোহানেসবার্গ, 2 অক্টোবর:ভারতীয় ধনকুবের হরপাল রনধাওয়া এবং তাঁর 22 বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছেন। তাদের ব্যক্তিগত বিমান প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হওয়ার পর দক্ষিণ-পশ্চিম জিম্বাবোয়ের একটি হীরার খনির কাছে ভেঙে পড়ে । বিমান দুর্ঘটনায় মোট 6 জনের মৃত্যু হয় । এর মধ্যে হরপাল রনধাওয়া এবং তাঁর ছেলেও ছিলেন বলে জানা গিয়েছে।
জিম্বাবোয়ের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, রিওজিমের মালিক হরপাল রনধাওয়া, সোনা ও কয়লা উৎপাদনকারী এক খনি সংস্থার পাশাপাশি নিকেল ও তামা পরিশোধনকারী সংস্থার কর্ণধার । তাঁর ছেলে আমের কবীর সিং রনধাওয়া এবং আরও চারজনে মৃত্যু হয় যখন জাভামাহান্দে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়ে ভেঙে পড়ে।
শুক্রবার যখন মর্মান্তিক ঘটনাটি ঘটে তখন রিওজিমের মালিকানাধীন কেসনা 206 বিমানটি হারারে থেকে মুরোওয়া হীরের খনির দিকে যাচ্ছিল। একটি ইঞ্জিনযুক্ত বিমানটি মুরোওয়া হীরের খনির কাছে ভেঙে পড়ে বলে খবর । এর অর্ধেক মালিকানা রিওজিম। বিমানটি আচমকাই প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয়েছিল । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বিমানের ইঞ্জিনের মধ্যে হাওয়া ঢুকে য়াওয়ায় বিস্ফোরণ হয়, এর ফলেই জাভামাহান্দে অঞ্চলের পিটার ফার্মে পড়ে যায় ।
এই দুর্ঘটনায় বিমানে থাকা সকল যাত্রী ও ক্রু প্রাণ হারিয়েছে বলে জানা গিয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন দৈনিক পত্রিকা দ্য হেরাল্ড পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন বিদেশী এবং বাকি দুইজন জিম্বাবোয়ের নাগরিক। জিম্বাবোয়ে পুলিশ বিমান দুর্ঘটনার রিপোর্ট দিয়েছে, যা 29 সেপ্টেম্বর সকাল সাড়ে সাতটা থেকে সকাল আটটার মধ্যে ঘটেছিল । যেখানে ছয় জনের মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ ।