প্রয়াগরাজ, 21 সেপ্টেম্বর: উধাও মার্চেন্ট নেভির কর্মী ৷ তাঁর সন্ধান পেতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হল পরিবার ৷ ঘটনা যোগীরাজ্যের প্রয়াগরাজে ৷ মার্চেন্ট নেভিতে কাজ করতেন বিক্রম প্যাটেল ৷ তিনি কর্মসূত্রে জাহাজে করে রাশিয়া গিয়েছিলেন ৷ তারপর আর ফিরে আসেননি ৷ এদিকে তাঁর জন্য বাড়িতে অপেক্ষা করছেন তাঁর মা কমলা প্যাটেল, স্ত্রী কুসুমলতা প্যাটেল, বিক্রমের বোন ৷ প্রয়াগরাজের জেলাশাসক থেকে শুরু করে বিদেশ মন্ত্রকেও চিঠি পাঠিয়েছে বিক্রমের পরিবার ৷ তবে কোনও খোঁজ মেলেনি ৷
প্রয়াগরাজের কিডগঞ্জ থানার মাধওয়াপুর এলাকায় বিক্রম প্যাটেলের বাড়ি ৷ তিনি একটি বেসরকারি কোম্পানিতে শিপম্যানের কাজ করতেন ৷ তাঁর স্ত্রী কুসুমলতার দেওয়া তথ্য অনুযায়ী, 7 অগস্ট অনেক রাত পর্যন্ত বিক্রমের সঙ্গে তাঁর ফোনের কথাবার্তা হয় ৷ সেই সময় তিনি রাশিয়ার একটি বন্দরে ছিলেন ৷ এর পরদিন ভোরে স্ত্রী তাঁর মোবাইলে স্বামীর ফোন থেকে আসা একটি মিসড কল দেখতে পান ৷ সঙ্গে সঙ্গে তিনি বিক্রমের ফোনে ফোন করেন ৷ কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি ৷ এই ঘটনার পর থেকে বিক্রম প্যাটেলের কোনও খবর পাওয়া যায়নি ৷
জানুয়ারিতে বিক্রম মুম্বইয়ে কোম্পানির কার্যালয়ে পৌঁছন ৷ ফেব্রুয়ারিতে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয় ৷ মেডিক্যাল টেস্টে উতরে যাওয়ার পরেই তাঁকে বিমানে পানামা পাঠানো হয় ৷ সেখান থেকে জাহাজ নিয়ে তিনি তুরস্কের উদ্দেশ্যে রওনা দেন ৷ এরপর 7 অগস্ট রাশিয়ার একটি বন্দর থেকে তিনি বাড়িতে ফোন করেন ৷