পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লক্ষ্যপূরণ করে হ্যালো কক্ষপথে প্রবেশ আদিত্যর, ইসরোর সাফল্য়ে উচ্ছ্বসিত মোদি - ইসরো

Aditya L1: চন্দ্রযানের পর আদিত্য এল-1 ৷ মহাকাশ গবেষণায় আরও একটি সাফল্য এল ইসরোর মুকুটে ৷ তাদের পাঠানো এই মহাকাশযান শনিবার সফলভাবে ঢুকে পড়ল হ্যালো কক্ষপথে ৷ এল-1 পয়েন্টের চারপাশের এই কক্ষপথে এখন থেকে ঘুরবে আদিত্য এল-1 ৷

Aditya L1
Aditya L1

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2024, 5:05 PM IST

Updated : Jan 6, 2024, 5:33 PM IST

নয়াদিল্লি, 6 জানুয়ারি: ভারতের মহাকাশ গবেষণায় আবারও বড় সাফল্য পেল ভারত ৷ ইসরোর পাঠানো আদিত্য এল-1 মহাকাশ যান শনিবার ভারতীয় সময় বিকেল 4টে নাগাদ পৌঁছে গেল তার সর্বশেষ লক্ষ্যে ৷ ইসরোর তরফে টুইট করে জানানো হয়েছে সেই কথা ৷

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই নিয়ে তিনি সোশাল মিডিয়ায় পোস্টও করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘ভারত আরও একটি ল্যান্ডমার্ক তৈরি করেছে । ভারতের প্রথম সৌর মানমন্দির (সোলার অবজারভেটরি) আদিত্য এল1 তার গন্তব্যে পৌঁছেছে ।’’

ওই পোস্টে প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘‘এটি সবচেয়ে জটিল এবং জটিল মহাকাশ মিশনের মধ্যে অন্যতম ৷ এটা বাস্তবায়িত করার ক্ষেত্রে আমাদের বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টাই তা প্রমাণ করে । দেশের সকলের মতো আমিও এই অসাধারণ কৃতিত্বকে সাধুবাদ জানাতে চাই । আমরা মানবতার সুবিধার জন্য বিজ্ঞানের নতুন সীমানা অনুসরণ করতে থাকব ।’’

গত সেপ্টেম্বরে এই মহাকাশ যানটিকে উৎক্ষেপণ করা হয়েছিল ৷ উৎক্ষেপনের পর থেকে 126 দিনে 3.7 মিলিয়ন কিলোমিটার পথ মহাকাশে পাড়ি দিয়েছে আদিত্য এল-1 ৷ অবশেষে এল-1 পয়েন্টের আশপাশে থাকা হ্যালো অরবিটে প্রবেশ করল এই মহাকাশযান ৷ আগামী পাঁচ বছর ওই কক্ষপথেই থাকবে আদিত্য এল-1 ৷ সেখান থেকে সূর্যকে নিয়ে গবেষণা করবে এই মহাকাশযান ৷

তবে এই কক্ষপথে পৌঁছানোর আগেই সূর্য নিয়ে গবেষণা শুরু করে আদিত্য এল-1 ৷ সেই সংক্রান্ত অনেক ছবিও ওই মহাকাশযান থেকে ইসরোর হাতে এসেছে ইতিমধ্যে ৷ সেগুলো নিয়ে গবেষণা শুরু করেছেন ইসরোর বিজ্ঞানীরা ৷ এবার দেখার আর নতুন কী কী তথ্য উঠে আসে এই গবেষণায় !

আরও পড়ুন:

  1. বিকেলেই সূর্যের ল্যাগ্রাঞ্জ ওয়ান কক্ষপথে প্রতিস্থাপিত হবে আদিত্য এল-1
  2. কবে থেকে সূর্যকে সরাসরি চিরকালের মতো দেখা শুরু করবে আদিত্য এল 1 ? মাহেন্দ্রক্ষণ ঘোষণা ইসরোর
  3. সূর্যের প্রথম পূর্ণ ডিস্ক ছবি পাঠালো আদিত্য-এল 1, পোস্ট করে তার বিবরণ দিল ইসরো
Last Updated : Jan 6, 2024, 5:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details