নয়াদিল্লি, 17 জুলাই: শ্রীলঙ্কায় তৈরি হওয়া রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থার প্রেক্ষিতে সর্বদলীয় বৈঠকের ডাক দিল কেন্দ্র (Centre calls all party meeting over SL crisis) ৷ মঙ্গলবার সন্ধ্যায় এই বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী ৷ এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৷
রবিবার প্রহ্লাদ জোশী বলেন, "শ্রীলঙ্কা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার সর্বদলের বৈঠক ডেকেছে সরকার ৷ বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের সামনে শ্রীলঙ্কার পরিস্থিতি তুলে ধরবেন বিদেশমন্ত্রী এবং অর্থমন্ত্রী ৷" সূত্রের খবর, ভারতের তরফে শ্রীলঙ্কায় কী কী সাহায্য পাঠানো হয়েছে, তাও তুলে ধরা হবে এই বৈঠকে ৷ শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতিতিতে শরণার্থী সমস্যা তৈরি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে তামিলনাড়ুর বিভিন্ন রাজনৈতিক দল ৷ এই বৈঠকে সেই বিষয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে ৷