নয়াদিল্লি, 27 মে :ভারতসরকার জানে গোপনীয়তার অধিকার একটি মৌলিক অধিকার এবং সরকারের তরফ থেকে ভারতের নাগরিকদের সেই অধিকার নিশ্চিত করা হচ্ছে ৷ হাইকোর্টে হোয়াটসঅ্যাপের করা মামলার জবাব দিল কেন্দ্র ৷
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইউটিউবে প্রকাশিত যাবতীয় লেখা, পোস্ট করা ছবি, ভিডিয়োর উৎস সংস্থাগুলিকে জানাতে হবে বলে নির্দেশিকা জারি করে কেন্দ্র ৷ বুধবার থেকে এই নির্দেশিকা জারি হয়েছে ৷
এই মর্মে কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, "ভারত সরকার তার নাগরিকদের গোপনীয়তা রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ ৷ একইসঙ্গে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় নিরাপত্তা রক্ষার দিকেও নজর রাখা সরকারের দায়িত্ব ৷"