পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গোপনীয়তার অধিকারে প্রয়োজনে বিধিনিষেধ আরোপ করা যায়, হোয়াটসঅ্যাপকে জবাব কেন্দ্রের - মৌলিক অধিকার

কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, " ভারত সরকার তার নাগরিকদের গোপনীয়তা রক্ষা করতে দায়বদ্ধ ৷ একইসঙ্গে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় নিরাপত্তা রক্ষার দিকেও নজর রাখা সরকারের দায়িত্ব ৷"

সরকার জানে 'গোপনীয়তার অধিকার' একটি মৌলিক অধিকার , হোয়াটসঅ্যাপের বিরোধিতায় মন্তব্য কেন্দ্রের
সরকার জানে 'গোপনীয়তার অধিকার' একটি মৌলিক অধিকার , হোয়াটসঅ্যাপের বিরোধিতায় মন্তব্য কেন্দ্রের

By

Published : May 27, 2021, 10:00 AM IST

নয়াদিল্লি, 27 মে :ভারতসরকার জানে গোপনীয়তার অধিকার একটি মৌলিক অধিকার এবং সরকারের তরফ থেকে ভারতের নাগরিকদের সেই অধিকার নিশ্চিত করা হচ্ছে ৷ হাইকোর্টে হোয়াটসঅ্যাপের করা মামলার জবাব দিল কেন্দ্র ৷

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইউটিউবে প্রকাশিত যাবতীয় লেখা, পোস্ট করা ছবি, ভিডিয়োর উৎস সংস্থাগুলিকে জানাতে হবে বলে নির্দেশিকা জারি করে কেন্দ্র ৷ বুধবার থেকে এই নির্দেশিকা জারি হয়েছে ৷

এই মর্মে কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, "ভারত সরকার তার নাগরিকদের গোপনীয়তা রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ ৷ একইসঙ্গে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় নিরাপত্তা রক্ষার দিকেও নজর রাখা সরকারের দায়িত্ব ৷"

রবিশংকর আরও বলেন, "ডিজিটাল মাধ্যমের জন্য ভারতের প্রস্তাবিত বিধিগুলির কোনওটিই হোয়াটসঅ্যাপের সাধারণ ক্রিয়াকলাপকে কোনওভাবেই প্রভাবিত করবে না ৷ এবং সাধারণ ব্যবহারকারীরাও এর দ্বারা প্রভাবিত হবেন না ৷ "

অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি কেন্দ্রে এই প্রস্তাব মেনে নিলেও এর বিরোধিতা করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় হোয়াটসঅ্যাপ ৷ যদিও হোয়াটসঅ্যাপের এই আবেদন খারিজ করে দেওয়া হয় ৷ গোপনীয়তার অধিকারসহ নাগরিকদের কোনও মৌলিক অধিকারই চূড়ান্ত নয় এবং তা যুক্তি সঙ্গত কারণে এর উপর বিধিনিষেধ আরোপ করা যেতে পারে বলে মন্তব্য করেছে কেন্দ্রীয় সরকার ৷

আরও পড়ুন :ক্ষতিগ্রস্ত 128 গ্রামে একসপ্তাহের ত্রাণ দেবে ওড়িশা সরকার, জানালেন পট্টনায়ক

ABOUT THE AUTHOR

...view details