পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Twitter Controversy : ভারত সরকার টুইটারকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয়, দাবি রবিশঙ্করের - টুইটার বিতর্ক

টুইটারের মতো কোনও মাধ্যমকেই নিষিদ্ধ করার পক্ষপাতী নয় ভারত সরকার ৷ কিন্তু সকলকেই আইন মেনে চলতে হবে ৷ নিয়ম না মানাতেই টুইটারকে তার আইনি রক্ষাকবচ হারাতে হয়েছে ৷ বৃহস্পতিবার এই মন্তব্য করেন কেন্দ্রীয় আইন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad) ৷

Indian government is not in favor of banning Twitter, claims Ravi Shankar Prasad
Twitter Controversy : ভারত সরকার টুইটারকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয়, দাবি রবিশঙ্করের

By

Published : Jun 17, 2021, 7:12 PM IST

নয়াদিল্লি, 17 জুন : সরকার (কেন্দ্র) কোনও মাধ্যমকে নিষিদ্ধ করতে চায় না ৷ কিন্তু সকলকেই আইন মেনে চলতে হবে ৷ মাইক্রোব্লগিং সাইট টুইটারের (Twitter) রক্ষাকবচ হারানোর প্রসঙ্গে বৃহস্পতিবার এই মন্তব্য করেন কেন্দ্রীয় আইন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad) ৷

এদিন সংবাদ সংস্থা এএনআই-এর মুখোমুখি হয়ে রবিশঙ্কর বলেন, ‘‘ভারতের আইন মেনে চলার জন্য টুইটারকে তিনমাস সময় দেওয়া হয়েছিল ৷ তারপর আরও অতিরিক্ত সময় পেয়েছে তারা ৷ কিন্তু তা সত্ত্বেও নিয়ম মানেনি টুইটার কর্তৃপক্ষ ৷ সেই কারণেই টুইটারকে তার রক্ষাকবচ হারাতে হয়েছে ৷’’

আরও পড়ুন :ভুয়ো খবর ছড়ানোয় অভিযুক্ত টুইটার, হারাল আইনি রক্ষাকবচ

এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘‘আমরা ওদের (Twitter) তিনমাস সময় দিয়েছিলাম ৷ সবাই মেনে নিয়েছে (সরকারি নিয়ম) ৷ কিন্তু ওরা মানেনি ৷ তথ্যপ্রযুক্তি নিয়মাবলীর 7 নম্বর ধারা অনুযায়ী যদি আপনি নিয়ম না মানেন, তাহলে আপনাকে 79 ধারার অধীনে মধ্যস্থতাকারীর ক্ষমতা হারাতে হতে পারে এবং সেক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধি-সহ অন্য়ান্য আইনের আওতাধীন হয়ে যেতে হবে আপনাকে ৷’’

প্রসঙ্গত, ভারতের নতুন তথ্যপ্রযুক্তি আইন না মানায় বুধবারই তাদের রক্ষাকবচ হারায় টুইটার ৷ যা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে কাটাছেড়া শুরু হয়েছে ৷ এই প্রেক্ষাপটে টুইটারের রক্ষাকবচ হারানোর 24 ঘণ্টা কাটতে না কাটতেই কেন্দ্রের অবস্থান স্পষ্ট করতে মুখ খুললেন রবিশঙ্কর ৷

মন্ত্রী জানিয়েছেন, এরপর থেকে টুইটারে ‘বেআইনি’ বা ‘প্ররোচনামূলক’ কিছু পোস্ট করা হলেই (তা সে যিনি বা যাঁরাই পোস্ট করুন না কেন) আইন মোতাবেক তার ফল ভোগ করতে হবে কর্তৃপক্ষকে ৷ এমনকী, সংস্থার শীর্ষ স্থানীয় আধিকারিক, ভারতে সংস্থার ম্য়ানেজিং ডিরেক্টর-সহ যে কাউকেই পুলিশের জেরার মুখে পড়তে হতে পারে ৷

তাহলে কি আগামী দিনে টুইটারকে ভারতে নিষিদ্ধ করে দেওয়া হবে ? এর জবাবে রবিশঙ্কর জানিয়েছেন, সরকার এই ধরনের কোনও মাধ্যমকেই নিষিদ্ধ করে দেওয়ার পক্ষপাতী নয় ৷ কিন্তু প্রত্যেককেই আইন মেনে চলতে হবে ৷

আরও পড়ুন :সক্রিয় দিল্লি পুলিশ, কংগ্রেসের টুলকিট বিতর্কে প্যাঁচে পড়তে পারে টুইটার

কেন্দ্রীয় সরকার যে টুইটারের সঙ্গে কোনও পক্ষপাতমূলক আচরণ করেনি, তা বোঝাতে রবিশঙ্কর বলেন, ‘‘দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি-সহ সরকার পক্ষের অর্ধেক মানুষই টুইটারে সক্রিয় রয়েছেন ৷ এর থেকেই বোঝা যায়, আমরা কতটা ন্যায্যভাবে কাজটা করছি ৷ কিন্তু নিয়মটা নিয়মই ৷ আমরা কোনও মাধ্যমকে নিষিদ্ধ করার পক্ষপাতী নই ৷ কিন্তু আপনাকে আইন মানতেই হবে ৷’’

ভারতের নতুন তথ্যপ্রযুক্তি আইন প্রসঙ্গে বলতে গিয়ে রবিশঙ্কর বলেন, ‘‘যখন কোনও ভারতীয় সংস্থা আমেরিকায় গিয়ে কাজ করে, তখন তাদের স্থানীয় আইন মেনে চলতে হয় ৷ একইভাবে কোনও মার্কিন সংস্থা এখানে কাজ করলে, তাদেরও এখানকার আইন মানতে হবে ৷’’

ABOUT THE AUTHOR

...view details