কলোম্ব, 6 নভেম্বর: আন্তর্জাতিক জল সীমান্ত অতিক্রম করার অভিযোগে 15 জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কান নৌসেনা (Indian Fishermen Arrested by Sri Lanka Navy) ৷ সেই সঙ্গে তাঁদের 2টি ট্রলার বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সরকারি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানিয়েছে শ্রীলঙ্কার নৌসেনা ৷ সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় ওই মৎস্যজীবীরা শ্রীলঙ্কার জল সীমান্তে প্রবেশ করে মাছ ধরছিলেন ৷ তাঁদের শ্রীলঙ্কার মৎস্যবিভাগের আধিকারিকের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে নৌসেনা ৷
অভিযোগ শনিবার শ্রীলঙ্কার জল সীমান্তে প্রবেশ (Breach International Territorial) করে উত্তর-পশ্চিমে (শ্রীলঙ্কার) তালাইমান্নারের কাছে মাছ ভারতীয় মৎস্যজীবীদের আটক করা হয় ৷ তাঁরা এথনও নৌসেনার হেফাজতে রয়েছেন ৷ তবে, খুব শীঘ্রই সেদেশের মৎস্যবিভাগের আধিকারিকের হাতে তাঁদের তুলে দেওয়া হবে ৷ অভিযোগ ভারতীয় মৎস্যজীবীরা একাধিকবার জল সীমান্ত অতিক্রম করে শ্রীলঙ্কার দিকে প্রবেশ করেছে বেআইনিভাবে মাছ ধরতে ৷ এ নিয়ে দুই দেশের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে ৷ কিন্তু, কোনও লাভ হয়নি বলে অভিযোগ করা হয়েছে শ্রীলঙ্কার তরফে ৷