দিল্লি, 14 জ়ানুয়ারি : কৃষকরা দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানকে নষ্ট হতে দেবেন না । এমনটাই মনে করছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ তাঁর বিশ্বাস, কৃষকরা ওইদিন তাঁদের কর্মসূচি নিয়ে গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করবেন ৷
নতুন তিনটি কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে ট্রাক্টর মিছিলের ডাক দিয়েছে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি ৷ সেদিন পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে কৃষকরা ট্রাক্টর নিয়ে মিছিল করে দিল্লিতে পৌঁছাবেন । ফলে সেদিন সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান যাতে বিঘ্নিত না হয় সেই দিকে নজর রয়েছে কেন্দ্রীয় সরকারের । এই পরিস্থিতিতে রাজনাথ সিং আরও বলেন, "আমরা কৃষকদের সঙ্গে সাত থেকে আটবার আলোচনায় বসেছি ।"