নয়াদিল্লি, 13 মার্চ: ইউক্রেন থেকে দূতাবাস সরিয়ে নিচ্ছে ভারত (Indian Embassy in Ukraine) ৷ রবিবার বিদেশ মন্ত্রকের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ৷ বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী এদিন এক টুইট বার্তায় লিখেছেন, "ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে, এই দেশের পশ্চিম প্রান্তেও হামলার ঘটনা ক্রমে বাড়ছে ৷ এই অবস্থায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাময়িকভাবে ইউক্রেনের ভারতীয় দূতাবাস পোল্যান্ডে সরিয়ে নেওয়া হবে ৷ "
ইউক্রেনের রাজধানী কিভে রয়েছে ভারতীয় দূতাবাস ৷ ইউক্রেন সেনার প্রবল প্রতিরোধের ফলে কিভ এখনও দখল করতে পারেনি রুশ সেনা ৷ ফলে দিন যত বাড়ছে ইউক্রেনের রাজধানীর উপর হামলার গতি ও তেজ বাড়াচ্ছে রাশিয়ার সেনা বাহিনী ৷