পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

RBI REPO Rate: 50 বেসিস পয়েন্ট বাড়ল রেপো রেট, অর্থনীতি স্থিতিশীল বলে দাবি আরবিআই গর্ভনরের - রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গর্ভনর শক্তিকান্ত দাস (RBI Governor Shaktikant Das) দাবি করেছেন, বিশ্ব বাজারে অস্থিরতা থাকা সত্ত্বেও, ভারতের অর্থনীতি স্থিতিশীল রয়েছে (Indian Economy Continues Resilient) ৷ তবে, এ দিন আরবিআই এর তরফে রেপো রেট 50 বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে (RBI REPO Rate Hike) ৷

RBI Governor Shaktikant Das
RBI Governor Shaktikant Das

By

Published : Sep 30, 2022, 11:10 AM IST

Updated : Sep 30, 2022, 12:10 PM IST

নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর: ঋণের ঊর্ধ্বসীমার হার অর্থাৎ, রেপো রেট 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 5.90 শতাংশ করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI REPO Rate Hike) ৷ আর সেই সঙ্গে জানানো হয়েছে, আরবিআই এর উদ্দেশ্য ‘সামঞ্জস্যপূর্ণ মুদ্রানীতি প্রত্যাহার’ করা (RBI Monetary Policy 2022) ৷ আর সেই লক্ষে কাজ করছে আরবিআই ৷ অন্যদিকে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গর্ভনর শক্তিকান্ত দাস (RBI Governor Shaktikant Das) দাবি করেছেন, বিশ্ব বাজারে অস্থিরতা থাকা সত্ত্বেও, ভারতের অর্থনীতি স্থিতিশীল রয়েছে (Indian Economy Continues Resilient) ৷

গর্ভনর জানিয়েছেন, আরবিআই আশা করছে 2023 অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে মুদ্রাস্ফীতির হার 6 শতাংশের মধ্যেই সীমিত থাকবে ৷ তবে, এদিন তাঁর নেতৃত্বে এমপিসি’র বৈঠকে রেপো রেট বৃদ্ধির কারণ হিসাবে বলা হয়, মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে আরবিআই ৷ তিনি এও জানিয়েছেন, এ বছর চাষ আবাদ কম হওয়ার কারণে গম, চাল এবং অন্যান্য খাদ্যশস্যের দাম উর্ধ্বমুখী থাকতে পারে ৷ একই সম্ভাবনা প্রকাশ করা হয়েছে সবজির দামের ক্ষেত্রেও ৷

আরও পড়ুন:দাম পড়ল 40 পয়সা, সর্বকালীন তলানিতে ভারতীয় মুদ্রা

এই অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার 6.7 শতাংশে ধরা হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে ৷ আরবিআই গভর্নর জানান, এই অর্থবর্ষের প্রথমার্ধে মোট জিডিপি 13.5 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ আর অর্থবর্ষ শেষে এর বৃদ্ধির আসল পরিমাণ 7 শতাংশ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি ৷

Last Updated : Sep 30, 2022, 12:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details