পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 6, 2022, 11:00 PM IST

ETV Bharat / bharat

Prophet Comments Controversy : নূপুর শর্মার ‘কু-মন্তব্যে’ চিড় ধরতে পারে দেশের কূটনৈতিক সম্পর্কে

জাতীয় মুখপাত্রের এই মন্তব্যের পরেই দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক, দুই ক্ষেত্রেই বড় বিতর্ক সৃষ্টি হয়েছে ৷ যা বিশেষত ভারতীয় কূটনীতির জন্য, সুদূরপ্রসারী হতে পারে । ইতিমধ্যেই ওই মন্তব্যের পর সৌদি আরব, কাতার, ইরানের মতো ইসলামীয় দেশে ভারতীয় দূতকে ডেকে পাঠানো হয়েছে (Indian diplomatic effort suffers deep dent) ।

Prophet Comments Controversy News
নূপুর শর্মাদের ‘কু-মন্তব্যে’ টাল খেতে পারে দেশের কূটনীতিও

লখনউ, 6 জুন : ইসলাম ধর্ম এবং মহম্মদকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য করেছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা (BJP national spokesperson Nupur Sharma ) ৷ ওই অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলাও রুজু হয়েছে। ঘটনার পরেই তাঁকে পদ থেকে বরখাস্ত করেছে দল ৷ পদক্ষেপ নেওয়া হয়েছে দিল্লি বিজেপির মিডিয়া ইন-চার্জ নবীন জিন্দলের বিরুদ্ধেও (BJP Delhi media head Naveen Kumar Jindal ) ৷

এবার নূপুর শর্মার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামার হুশিয়ারী দিলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতী ৷ সোমবার বিজেপিকে জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য আইনি প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছেন তিনি । হিন্দিতে একটি টুইট বার্তায় বসপা প্রধান লেখেন, ‘‘এই বিষয়ে বিজেপির উচিত কঠোরভাবে লাগাম টেনে ধরা । শুধু সাসপেন্ড বা বহিষ্কার করলে চলবে না । কঠোর আইনে জেলে পাঠানো উচিত ।’’ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও নূপুরের শাস্তির দাবি করেছেন । সপা প্রধান বলেন, ‘‘বিজেপির নূপুর শর্মার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত ।’’

জাতীয় মুখপাত্রের এই মন্তব্যের পরেই দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক, দুই ক্ষেত্রেই বড় বিতর্ক সৃষ্টি হয়েছে ৷ যা বিশেষত ভারতীয় কূটনীতির জন্য, সুদূরপ্রসারী হতে পারে । ইতিমধ্যেই ওই মন্তব্যের পর সৌদি আরব, কাতার, ইরানের মতো ইসলামীয় দেশে ভারতীয় দূতকে ডেকে পাঠানো হয়েছে । অন্যদিকে বিক্ষোভের জেরে কানপুরে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছে । তাতে প্রায় 850 জনকে আটক করা হয়েছে । মূল ষড়যন্ত্রকারী-সহ 24 জনকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনের ধারায় মামলা রুজু হয়েছে (Nupur Sharma and Naveen Jindal comments on Islam row) ।

আরও পড়ুন : তাজমহল বানাতে হিন্দু প্রাসাদ দখল করেছিলেন শাহজাহান, দাবি বিজেপি সাংসদের

এহেন ঘটনার পর রবিবারই বিবৃতি প্রকাশ করেছে বিজেপি । কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহের স্বাক্ষর করা ওই বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘ভারতীয় জনতা পার্টি কোনও ধর্মেরই বিরুদ্ধে নয় । ধর্ম বা সম্প্রদায়কে অবমাননা করার আদর্শে দল বিশ্বাস করে না ।’’

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details