পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Coast Guard Evacuates: বিপর্যয় এড়াতে রাতভর অভিযান ! সমুদ্র তৈল নিষ্কাশন কেন্দ্র থেকে উদ্ধার 50 রক্ষী - BIPARJOY approaches

বিপর্যয় আসছে ৷ প্রতি ঘণ্টায় বা মুহূর্তে মোকাবিলায় প্রস্তুতি আরও জোরদার করছে প্রশাসন ৷ গুজরাতে সমুদ্রতট থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত তৈল নিষ্কাশন কেন্দ্রে 50 জন রক্ষী ছিলেন ৷ রাতে অত্যাধুনিক হেলিকপ্টারে তাদের বের করে আনল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ৷

ETV Bharat
বিপর্যয়

By

Published : Jun 13, 2023, 2:16 PM IST

আমেদাবাদ, 13 জুন: বিপর্যয় আসছে! তার আগে গুজরাতের দ্বারকা উপকূল থেকে কর্মীদের উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ৷ ওই কর্মীরা উপকূল থেকে 40 কিলোমিটার দূরে একটি তৈল নিষ্কাশন কেন্দ্রে ছিলেন ৷ ঘূর্ণিঝড় আসার আগে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে ৷ এই অবস্থায় রাতভর অভিযান চালিয়ে উপকূল রক্ষী বাহিনীর কর্মীদের উদ্ধার করা হল ৷

মঙ্গলবার একটি বিবৃতিতে ইন্ডিয়ান কোস্ট গার্ড জানিয়েছে, ইন্ডিয়ান কোস্ট গার্ড রিজিয়ন নর্থওয়েস্ট 'কি সিঙ্গাপুর' নামের তৈল নিষ্কাশন কেন্দ্রটি থেকে 50 জন রক্ষীকে বের করে এনেছে ৷ এটি দ্বারকার সমুদ্রতট থেকে 40 কিলোমিটার দূরত্বে অবস্থিত ৷ জাহাজ শূর এবং এএলএইচ এয়ারক্র্যাফ্টের সাহায্যে সারারাত ধরে উদ্ধারকার্য চলে ৷

বিপর্যয়ের আছড়ে পড়ার সময় যত এগিয়ে আসছে, সমুদ্রের পরিস্থিতি ততই ভয়ঙ্কর হয়ে উঠছে ৷ তার মধ্যে অত্যাধুনিক অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার বা এএলএইচ এবং জাহাজে সাহসের সঙ্গে ওই উপকূলবাহিনীর রক্ষীদের উদ্ধার করা হয়েছে ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, 15 জুন গুজরাতের কুচের কাছে জাখাউ বন্দরে আছড়ে পড়বে বিপর্যয় ৷ এমতাবস্থায় ভারতীয় উপকূল বাহিনী সদা জাগ্রত রয়েছে ৷

আইএমডির সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড় বিপর্যয় উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে যাবে ৷ সৌরাষ্ট্র এবং কুচের উপর দিয়ে বয়ে যাওয়ার কথা রয়েছে ৷ গুজরাতের মাণ্ডভি এবং পাকিস্তানের করাচি উপকূলের মাঝে 15 জুন বিকেলে আছড়ে পড়বে 'অতি প্রবল ঘূর্ণিঝড়' বা 'ভেরি সেভারি সাইক্লোনিক স্টর্ম' ৷ সেই সময় হাওয়ার গতিবেগ থাকবে 125-135 কিলোমিটার প্রতি ঘণ্টা ৷ উপকূল থেকে বিশাল সংখ্যক মানুষকে উদ্ধার করে আনার বন্দোবস্ত করেছে প্রশাসন ৷

ইতিমধ্যে সৌরাষ্ট্র এবং কুচের উপকূল অঞ্চলে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ৷ মঙ্গলবার সকাল সাড়ে 8টা নাগাদ বিপর্যয়ের শক্তি কিছুটা কমে ভেরি সেভারি সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে ৷ এই মুহূর্তে এটি দেবভূমি দ্বারকা থেকে 280 কিলোমিটার দক্ষিণপশ্চিমে রয়েছে, পোরবন্দর থেকে 300 কিমি পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং জাখাউ বন্দর থেকে 310 কিলোমিটার দক্ষিণপশ্চিমে, নালিয়া থেকে 330 কিলোমিটার দক্ষিণপশ্চিমে ৷

আরও পড়ুন: মুম্বই সংলগ্ন আরব সাগরে উথালপাথাল ঢেউ, জলোচ্ছ্বাস দ্বারকাতেও; দেখুন 'বিপর্যয়'

ABOUT THE AUTHOR

...view details