আমেদাবাদ, 13 জুন: বিপর্যয় আসছে! তার আগে গুজরাতের দ্বারকা উপকূল থেকে কর্মীদের উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ৷ ওই কর্মীরা উপকূল থেকে 40 কিলোমিটার দূরে একটি তৈল নিষ্কাশন কেন্দ্রে ছিলেন ৷ ঘূর্ণিঝড় আসার আগে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে ৷ এই অবস্থায় রাতভর অভিযান চালিয়ে উপকূল রক্ষী বাহিনীর কর্মীদের উদ্ধার করা হল ৷
মঙ্গলবার একটি বিবৃতিতে ইন্ডিয়ান কোস্ট গার্ড জানিয়েছে, ইন্ডিয়ান কোস্ট গার্ড রিজিয়ন নর্থওয়েস্ট 'কি সিঙ্গাপুর' নামের তৈল নিষ্কাশন কেন্দ্রটি থেকে 50 জন রক্ষীকে বের করে এনেছে ৷ এটি দ্বারকার সমুদ্রতট থেকে 40 কিলোমিটার দূরত্বে অবস্থিত ৷ জাহাজ শূর এবং এএলএইচ এয়ারক্র্যাফ্টের সাহায্যে সারারাত ধরে উদ্ধারকার্য চলে ৷
বিপর্যয়ের আছড়ে পড়ার সময় যত এগিয়ে আসছে, সমুদ্রের পরিস্থিতি ততই ভয়ঙ্কর হয়ে উঠছে ৷ তার মধ্যে অত্যাধুনিক অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার বা এএলএইচ এবং জাহাজে সাহসের সঙ্গে ওই উপকূলবাহিনীর রক্ষীদের উদ্ধার করা হয়েছে ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, 15 জুন গুজরাতের কুচের কাছে জাখাউ বন্দরে আছড়ে পড়বে বিপর্যয় ৷ এমতাবস্থায় ভারতীয় উপকূল বাহিনী সদা জাগ্রত রয়েছে ৷