আমেদাবাদ, 8 অক্টোবর: উদ্ধার হল প্রায় 50 কেজি হেরোইন ৷ বাজারদর কমবেশি 350 কোটি টাকা ৷ শনিবার ভোরে ভরাত-পাকিস্তান আন্তর্জাতিক জলসীমার কাছে ভারতীয় উপকূল রক্ষীবাহিনী এবং গুজরাত এটিএস-এর যৌথ বাহিনী অভিযান চালায় ৷ ইন্টারন্যাশনাল মেরিটাইম বাউন্ডারি লাইনের (Maritime Boundary Line) কাছে পাকিস্তানি নৌকো বাজেয়াপ্ত করে গুজরাত এটিএস এবং ভারতীয় উপকূল রক্ষীবাহিনী, জানিয়েছেন আইসিজি আধিকারিক ৷
ওই নৌকোর নাম আল সাকার (Al Sakar) ৷ সেখান থেকেই এই বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী ৷ তদন্তের জন্য নৌকোটিকে ঝাকাউয়ে নিয়ে আসা হয়েছে ৷ এনিয়ে 1 বছরে ছ'বার এরকম অভিযান চালাল এটিএস এবং আইসিজি (Indian Coast Guard, IGC) ৷ এক মাসে দ্বিতীয় বার এমন ঘটনা ঘটল ৷