পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা - defence

ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা ৷ আজ ভার্চুয়ালি দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং পিটার ডটনের মধ্যে দীর্ঘ আলোচনা হয় ৷ যেখানে দুই দেশের প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি এবং অন্যান্য সহযোগিতা নিয়ে কথা হয় ৷

indian-australian-defence-ministers-review-bilateral-military-cooperation
ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা

By

Published : Jun 1, 2021, 7:20 PM IST

নয়াদিল্লি, 1 জুন : বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপট নিয়ে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করলেন ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ৷ আজ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পিটার ডটনের মধ্যে ভার্চুয়াল আলোচনা হয় ৷ যেখানে মালাবার নিয়ে অস্ট্রেলিয়ার ভূমিকার দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে দু’পক্ষের আলোচনায় উঠে এসেছে ৷

আরও পড়ুন :কোভিড-সরঞ্জাম বোঝাই বিমান ভারতে পাঠাতে দেরি হবে, জানাল আমেরিকা

প্রসঙ্গত, আজকের এই আলোচনায় রাজনাথ সিং এবং পিটার ডটন দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ৷ আজকের আলোচনায় দুই দেশের বাহিনীর মধ্যে মিশ্র প্রশিক্ষণ, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে ৷ সেই সঙ্গে আজকের এই আলোচনায় রাজনাথ সিং এবং পিটার ডটন খুব শীঘ্রই দুই দেশের মধ্যে শীর্ষস্তরে বৈঠকের আশ্বাস দিয়েছেন ৷ সেই সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার জন্য রাজনাথ সিং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details